কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই আজ জেল থেকে মুক্তি পেলেন ছাত্র সমাজ নেতা সায়ন লাহিড়ি৷ এ দিন ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পান সায়ন৷ যদিও ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে এ দিনই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার৷ নবান্ন অভিযানে অশান্তির পরের দিন গত ২৮ অগাস্ট সায়ন লাহিড়িকে গ্রেফতার করে পুলিশ৷ ষড়যন্ত্র সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়৷ যদিও গতকালই সায়ন লাহিড়িকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ আজ বেলা দুটোর মধ্যে সায়ন লাহিড়ির মুক্তি নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ হাইকোর্টের নির্দেশ মতোই এ দিন সায়নের মুক্তির নির্দেশ জারি করে ব্যাঙ্কশাল আদালত৷ যদিও আজই সায়নের জামিনের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার৷ জরুরি শুনানির জন্য মামলাটি সোমবার সুপ্রিম কোর্টে উঠতে পারে৷ সায়ন লাহিড়ী মুক্তি পাওয়ার পর তাঁর পাশে থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান সায়ন লাহিড়ী ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিচারের দাবিতে লড়াই চলবে৷ আমাদের যে সঙ্গীরা এখনও জেলবন্দি রয়েছেন, তাঁদেরকে ছাড়াতেও লড়াই চালিয়ে যাব আমরা৷ সায়নের মুক্তির সময় এ দিন আদালত চত্বরে তাঁর পাশে দেখা গিয়েছে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাকেও৷
Related Posts
কর্মবিরতির চলছে ২৮ দিন ধরে, বাতিল ৬ হাজার ৫০০ সার্জারি, চিকিৎসা থেকে বঞ্চিত প্রায় ৬ লক্ষ মানুষ
সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির জেরে ৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রথম ১৫ দিনে রাজ্যের প্রায় ৬ লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। ৫ তারিখ ২৮ দিনে পড়েছে কর্মবিরতি। বাতিল হওয়া বা পিছিয়ে যাওয়া অপারেশনের সংখ্যা এখন প্রায় সাড়ে ৬ হাজার। পিজি হাসপাতালে ১-৮ আগস্ট পর্যন্ত সব বিভাগ মিলিয়ে ৯১০টি বড় অপারেশন হয়েছিল। সেখানে […]
ফলাফলের আগে বিরোধীদের মনোবল ভাঙতে তৈরি চিত্রনাট্য, এক্সিট পোল বিজেপির ভাঁওতা: মুখ্যমন্ত্রী
কেন্দ্রে বিজেপি ৩৫০ পার! বাংলাতেও নাকি ২০-২৩টি আসন পেতে পারে তারা। দীর্ঘ আড়াই মাসের ভোট পর্ব শেষ হওয়ামাত্র ঝাঁপিয়ে পড়েছে সমীক্ষক সংস্থাগুলি। যাবতীয় এক্সিট পোলের রায়ে দেখা যাচ্ছে মোদিঝড়। আর সেই সব দেখেই গর্জে উঠেছে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠমহলে সাফ জানিয়ে দিয়েছেন, ‘এক্সিট পোল সম্পূর্ণ মিথ্যা। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো […]
দমদমে ছাতাকলের বসতিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন
দমদমের ছাতাকলের লাগোয়া বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে একের পর এক ঘর। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। জানা গেছে, শনিবার দমদমের ছাতাকলের কাছে একটি বস্তিতে ভয়াবহ আগুন ধরে যায়। কী কারণে, আগুন লাগল সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। আগুন লাগার পরেই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা গিয়েছে। বস্তি এলাকায় একাধিক বাড়ির […]