পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে এবার লালবাজার অভিযানে নামছেন জুনিয়র চিকিৎসকরা। সপ্তাহের শুরুতে সোমবার, দুপুর ২টোর সময় কলেজ স্কোয়ার থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা হবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, আরজি করের ঘটনার পর থেকে একাধিক জটিলতা সৃষ্টি করছে কলকাতা পুলিশ। এমনকী তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ রয়েছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। সেইসবের বিরোধিতা করে সোমবার লালবাজার অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে, বুধবার তাঁরা একটি মানববন্ধন কর্মসূচিরও ডাক দিয়েছেন। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের অনুরোধ, বাড়ির আলো বন্ধ করে তাঁদের এই কর্মসূচিতে যোগ দিতে। তাঁদের আরও অনুরোধ ওই সময় ঘরের আলো বন্ধ করে হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন কর্মসূচি করতে। সেই কর্মসূচির নাম দিয়েছেন তাঁরা ‘বিচার পেতে আলোর পথে।’ অন্যদিকে, রবিবার ৭টা মেডিক্যাল কলেজের তরফে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছিল। শহরের বিভিন্ন প্রান্তে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত স্বাস্থ্য শিবিরের চালু ছিল। সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেই স্বাস্থ্য শিবিরে গিয়ে চিকিৎসা করে এসেছেন বিনামূল্য। দরকারি ওষুধও দেওয়া হয়েছে।
Related Posts
‘আমিও মেয়ের বাবা’, আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামবেন তৃণমূলে সাংসদ সুখেন্দুশেখর রায়
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ অর্থাৎ বুধবার পথে নামবেন মহিলারা। এক্স হ্যান্ডেলে এই কর্মসূচিতে শামিল হওয়ার কথা জানালেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। লিখলেন, “আমিও প্রতিবাদে যোগ দেব। লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও এক জন মেয়ের বাবা, নাতনির দাদু।” আর জি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা বাংলা। প্রতিবাদের ঝড় উঠেছে দেশজুড়ে। ১৪ আগষ্ট রাতে […]
রাজ্য়ের বিভিন্ন দফতরে ৫৫২টি নতুন পদে চাকরির নিয়োগের সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা
এবার খুশির খবর বাংলায়। রাজ্য়ের বিভিন্ন দফতরে অন্তত ৫৫২টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত হল মন্ত্রিসভায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। সেখানেই এব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর, স্কুল শিক্ষা দফতরে ৩৫জন, প্রাণী সম্পদ উন্নয়ন দফতরে ২৭০জন, স্বরাষ্ট্র দফতরে ১০৫জনকে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ বাকি যে শূন্য়পদগুলি রয়েছে তা অন্যান্য দফতরে নিয়োগ করা হবে। এদিকে […]
তৃণমূলের ২১ জুলাইয়ে সমাবেশে বিঘ্ন ঘটাতে লোকাল ট্রেন বাতিল ! কুণালের পোস্টের পরই সিদ্ধান্ত বদল রেলের
আগামী রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী-সমর্থকরা ওইদিন কলকাতায় ভিড় জমাবেন। ঠিক সেদিনই শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল বাতিলের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ে। আজই রেলের তরফে জানানো হয়েছিল, শিয়ালদহ শাখায় শনিবার ৪টি ও রবিবার ৭টি ট্রেন বাতিল থাকবে৷ রেলের তরফে জানানো হয়েছিল বাতিল ট্রেনের তালিকাও৷ রেলের এই সিদ্ধান্তকে চক্রান্ত বলে […]