জঙ্গি হামলায় ৪ জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনায় মণিপুর সরকার রাজ্য পুলিশকে ইম্ফল পশ্চিম জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানোর নির্দেশ দিয়েছে ৷ রবিবারের হামলায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সেখানকার ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মণিপুরের কমিশনার (স্বরাষ্ট্র) এন অশোক কুমার ৷ এই নিয়ে ডিজিপিকে তিনি একটি চিঠি লিখেছেন ৷ সেখানে তিনি এই নির্দেশ দিয়েছেন ৷ পশ্চিম ইম্ফল জেলা মণিপুরের কেইথেলমানবি থেকে কৌর্টরুক পর্যন্ত বিস্তৃত ৷ প্রায় ৩২ কিলোমিটার এলাকায় গত বছরের মে মাসে মণিপুরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে একাধিক হামলা হয়েছে ৷ রবিবারও তেমন একটি হামলা হয় ৷ দুপুর আড়াইটে নাগাদ কৌর্টরুক ও কাডাংব্যান্ড এলাকায় পাহাড়ের উপর থেকে এলোপাথারি হামলা চালায় জঙ্গিরা ৷ সেই হামলায় দু’জন নিহত হন ৷ আর ন’জন আহত হন ৷ বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয় ৷
Related Posts
এবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাবেন ভারতীয় মহাকাশচারী
গত বছর আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি সেই সময় বলেছিলেন ভারতীয় মহাকাশচারী ইউএস মিশনের অংশ হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাবেন। ইসরো এবার স্পেস ফ্লাইট চুক্তি করেছে এক্সিওম স্পেসের সঙ্গে। সেক্ষেত্রে গ্রুপ ক্য়াপ্টেন প্রশান্ত নায়ার ও গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এই মিশনে অংশ নেবেন। ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার সুপারিশ করেছে যে শুক্লা হবেন প্রাইম মিশন […]
লখনউয়ে তিনতলা বাড়ির কাঠামো ভেঙে পড়ে মৃত ৮
লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে ভেঙে পড়ল একটা তিনতলা বাড়ির কাঠামো ৷ দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে৷ এই ঘটনায় মৃত্যু ঘটেছে অন্তত ৮ জন ব্যক্তির৷ আহত আরও ২৮। শনিবার বিকেলবেলা, হঠাৎ করে তিন তলার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ জানা গিয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে বেশ কয়েকটি গুদাম ও একটা মোটর ওয়ার্কশপ রয়েছে৷ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া […]
পূর্ব দিল্লির গাজিপুর ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
পূর্ব দিল্লির গাজিপুর ভাগাড়ে আগু লাগে রবিবার সন্ধ্যায় ৷ গরম ও শুষ্ক আবহাওয়ার জেরে ক্রমেই তা ভয়াবহ চেহারা নেয় বলে দাবি সংশ্লিষ্ট আধিকারিকদের ৷ রাত থেকেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷ দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক বলেন, “আমরা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে পেরেছিলাম ৷ প্রাথমিকভাবে দমকলের দু’টি ইঞ্জিনকে পাঠানো […]