আরজিকর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে গানে-স্লোগানে কলকাতার রাস্তায় রাত জাগলেন জুনিয়র চিকিৎসকেরা। মঙ্গলবার দুপুরে লালবাজার অভিযান করেন জুনিয়র চিকিৎসকেরা। বিবি গাঙ্গুলি স্ট্রিটে দুপুর থেকে অবস্থান করেন তাঁরা। সেই অবস্থান চলে রাতভর। তাঁদের দাবি একটাই ‘পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এসে দেখা করতে হবে।’ লালবাজার পর্যন্ত তাঁদের যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। ফিয়ার্স লেনের কাছে ব্যারিকেডের সামনেই স্লোগান তোলেন তাঁরা। ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর স্বরে কাঁপতে থাকে কলকাতার রাজপথ। এই অবস্থান বিক্ষোভের মাঝেই আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুন মামলার দোষীদের গ্রেফতারির দাবিতে অনড় থাকেন তাঁরা। সোমবারই সাফ তাঁরা জানিয়ে দেন ৩৬ ঘণ্টা ডিউটিতে রোগীদের সেবা যখন করতে পারেন তখন রাতও জাগতে পারবেন। বারেবারে তাঁরা জানান,তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করছে না কলকাতা পুলিশ। প্রসঙ্গত, সোমবার দুপুরে জুনিয়র ডাক্তারদের মিছিলকে লালবাজারের অনেক আগেই আটকে দেয় পুলিশ। ৯ ফুট উঁচু লোহার ব্যারিকেড দিয়ে পথ আটকানো হয়। এরপরই তাঁরা দাবি জানান সিপিকে এসে কথা বলতে হবে। সেই দাবি না মানায় সোমবার রাত পেরিয়ে সকাল হলেও পথেই আন্দোলন করে চলেছেন প্রতিবাদী চিকিৎসকেরা।
Related Posts
রাজ্যের নয়া কারামন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা
অখিল গিরিকে ইস্তফা দিতে হয়েছিল কারামন্ত্রীর পদ থেকে। এখন সেই পদের দায়িত্বে এলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে এবার থেকে কারা দফতরের দায়িত্বও সামলাবেন তিনি। আজ, বুধবার নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে। সুতরাং বীরভূমের উপরই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের উপর রাখলেন না আস্থা। অখিল গিরির […]
রাস্তা আটকে পুজো মণ্ডপ তৈরির অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে
কলকাতার হাতিবাগান সার্বজনীনের পর এবার বসিরহাটেও রাস্তা আটকে পুজো মণ্ডপ নির্মাণের অভিযোগে মামলা হল হাইকোর্টে। অভিযোগ, বসিরহাটে মার্টিন বার্নের রাস্তা আটকে পুজো মণ্ডপ তৈরি করছে ইয়ং স্টার্স ক্লাব। বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বসিরহাট থেকে যে রাস্তাটি টাকিতে গিয়ে মিশছে, সেই আট থেকে দশ ফুটের মূল রাস্তা আটকানো হচ্ছে বলে অভিযোগ। এই রাস্তায় নিত্যদিন বহু যান […]
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবার দিল্লিতে উড়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিল্লিতে উড়ে যাওয়ার আগে বাজেট, বাংলা ভাগের পক্ষে বিজেপি নেতাদের পক্ষে সওয়াল-সহ একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিল্লি উড়ে যাওয়ার আগে বাজেট প্রসঙ্গে মমতা বলেন, “বাজেটে যেভাবে বাংলা-সহ বিজেপি বিরোধী দল শাসিত রাজ্যগুলিকে বঞ্চিত করা […]