হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর সেখানে নাম রয়েছে সেই রাজ্যের প্রাক্তন কারা দপ্তরের আধিকারিক সুনীল সাঙ্গোয়ানের। ধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত ‘ডেরা সচ্চা সৌদা’-র প্রধান রাম রহিমকে ছ’বার প্যারোলে মুক্তি দিয়েছিলেন তিনি। তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সূত্রের খবর, দাদরি আসন থেকে প্রার্থী হয়েছেন সুনীল। এই আসনেই নির্দল প্রার্থী হিসেবে ২০১৯ সালে লড়াই করেছিলেন প্রাক্তন বিজেপি নেতা সোমবীর সাঙ্গোয়ান। ২০১৯ সালে দাদরি থেকে ববিতা ফোগটকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিজেপি। এরপরেই সোমবীর বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ থেকে মনোহরলাল খট্টর যখন সরেছিলেন সেই সময় তিনজন নির্দল বিধায়ক সমর্থন করেছিলেন কংগ্রেসকে। তাঁদের একজন ছিলেন সোমবীর। রাজনৈতিক মহলে ফিসফাস, তাঁকে দাদরির আসন থেকে টিকিট দিলে কংগ্রেসে যোগদান করতে পারেন তিনি। সম্প্রতি হরিয়ানার জন্য ৬৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেখানেই নাম ছিল রাম রহিমের প্যারোল একাধিকবার মঞ্জুর করা প্রাক্তন কারা কর্তার। রাম রহিমের প্যারোল নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। স্বঘোষিত এই ধর্মগুরু গত মাসেও ২১ দিনের প্যারোল পান। গত চার বছরে ১০ বার তিনি প্যারোল পেয়েছেন।
Related Posts
ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল অমর প্রীত সিং
এয়ার মার্শাল অমর প্রীত সিং হবেন ইন্ডিয়ার এয়ারফোর্সের পরবর্তী প্রধান। এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্ব নেবেন বলে খবর। শনিবার সরকারি তরফে একথা ঘোষণা করা হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর ভিআর চৌধুরী অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় পরবর্তী বায়ুসেনা প্রধান হবে এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ১৯৮৪ সালের ডিসেম্বর […]
আস্থা ভোটে জয়ী হেমন্ত সোরেন, বিধানসভা থেকে ওয়াক আউট বিরোধীদের
জমি কেলেঙ্কারি দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন। জেল থেকে ফিরে আসার পর জোটের শরিক দলগুলি তাঁর উপরেই আস্থা রাখায় ৪ জুলাই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হেমন্ত। তবে শপথ গ্রহণের পরেও, হেমন্তকে মুখমুখি হতে হয়েছে আস্থা ভোটের। তবে আস্থা ভোটের কোন অঘটনের কোনও সম্ভাবনাই ছিল না। তাই বিধানসভায় আস্থাভোটে সহজ জয় ছিনিয়ে নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে […]
রাজস্থানে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মন্দিরে যাওয়ার পথে মৃত ৬ পুণ্যার্থী, আহত ৩
রবিবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা জয়পুর জাতীয় সড়কে। দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একটি গাড়ির ৬জন যাত্রী। আহত আরও তিনজন। তাঁরা প্রত্যেকেই পুণ্যার্থী ছিলেন। মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। সূত্রে খবর, রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভুন্ডি জেলায়। জয়পুর জাতীয় সড়কে পুণ্যার্থী বোঝাই গাড়িতে সজোরে ধাক্কা মারে আরও একটি […]