সাতসকালে ডঃ সন্দীপ ঘোষের বাড়িতে এবার ইডির তল্লাশি

সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই । অপরাধ আর্থিক দুর্নীতি হলে অবধারিতভাবে আসরে নামার কথা ইডি-র। শুক্রবার সকালেই আসরে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল তারা। একই সঙ্গে হাওড়ায় কৌশিক কোলে এবং বিপ্লব সিংয়ের বাড়িতেও হাজির হয়েছেন ইডির আধিকারিকরা। এদিন সকালে প্রথমে সন্দীপের বাড়ি গিয়ে ফিরে যান ইডির আধিকারিকরা। কারণ বাড়ির দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল। তা দেখে সিজিও কমপ্লেক্সে ফিরে যান তাঁরা। আবার কিছুক্ষণ পরে আসেন এবং কিছুক্ষণ অপেক্ষা করে তালা খুলে ভিতরে ঢুকে যান তদন্তকারীরা। সন্দীপের বেলেঘাটার ওই বাড়িতে চলছে তল্লাশি। বাড়ি বেষ্টন করে পাহারায় আছে কেন্দ্রীয় বাহিনী। আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলাতেই এই হানা বলে জানা গিয়েছে।

error: Content is protected !!