বাঁকুড়ায় বাড়ছে ডেঙ্গি প্রকোপ, মৃত ২, রাজ্যে আক্রান্ত ৭৩৯

দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর কথা স্বীকার করল বাঁকুড়া মেডিক্যাল। পুজোর মুখে বাঁকুড়া জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৭৩৯ জন। এর মধ্যে শুধুমাত্র পুনিশোল গ্রামেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৫০। ডেঙ্গিতে মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি বছর বর্ষার গোড়ায় বাঁকুড়া জেলায় সেই ভাবে ডেঙ্গির প্রকোপ দেখা না গেলেও বর্ষা কমতেই জেলা জুড়ে থাবা বসাতে শুরু করে ডেঙ্গি। জেলার কমবেশি সব ব্লকেই একের পর এক ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলতে শুরু করে। ব্যাপক হারে ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকে ওন্দা ব্লকের পুনিশোল গ্রামে। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি বছর জেলায় এখনও পর্যন্ত ৭৩৯ জন ডেঙ্গিতে আক্রান্ত। পুনিশোলেই আক্রান্তের সংখ্যা ২৫০। জেলার ২৭৬ জনের শরীরে ডেঙ্গির জীবাণু সক্রিয় অবস্থায় রয়েছে।

error: Content is protected !!