৩০ জন প্রতিনিধি নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ফের বৈঠকে ডাক নবান্নের। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ই-মেল করে জুনিয়র চিকিৎসকদের জানিয়েছেন, ১৫ জন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারেন। কিন্তু নবান্নের এই ই-মেলের পাল্টা মেলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই তাঁরা নবান্নে যাবেন। ‘জুনিয়র ডক্টর ফ্রন্ট’-এর তরফে চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। ৪টে ৪৫-এর মধ্যে আমাদের দেখা করতে বলা হয়েছে। খুব শীঘ্রই আমরা রওনা দেব। তবে আমরা ৩০ জনই যাব। সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের জন্য আমাদের দাবি থাকবে।’ তাঁর সংযোজন, ‘আমরা পাঁচ দফা দাবিতে আলোচনা করতে চাই। ইতিবাচক মনোভাবই রাখব।’ 

error: Content is protected !!