সবাইকে অবাক করে দিয়ে আজ, শনিবার বেলা দেড়টা নাগাদ হঠাৎই সল্টলেকের স্বাস্থ্যভবনের কাছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেবেলা ফের ট্যুইস্ট। আবার মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করলেন। তিনি কালীঘাটে ওই বৈঠকটি ডাকেন। সন্ধে ছ’টায়। এবং জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, তাঁরা মমতার সঙ্গে বৈঠকে বসবেন, তাঁরা যাবেন কালীঘাটে। এর পরই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপেক্ষা করতে দেখা গিয়েছিল। এবারও সেই একই দৃশ্য। কালীঘাটে বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। ঘরের দরজায় অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বসছেন না জুনিয়র ডাক্তাররা। সেখানেও সেই একই জটিলতা। লাইভ স্ট্রিমিং বা ভিডিয়োগ্রাফি করতে দিতে হবে। ছটায় বৈঠক হওয়ার কথা ছিল।
Related Posts
রাজ্যপাল পদ দিয়ে যৌন হেনস্তা আড়াল করা যাবে না, সুপ্রিমকোর্টের নির্দেশের পর বিবৃতি মুখ্যমন্ত্রীর আইনজীবীর
শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্পষ্ট যে রাজ্যপাল এতদিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিবৃতি দিচ্ছিলেন। রাজ্যপালের পদ দিয়ে যৌন হেনস্তার অভিযোগ আড়াল করা যাবে না। রাজ্যে লোকসভা নির্বাচনী আবহে গত ২ মে রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। রাজভবনের এক অস্থায়ী […]
‘গুজবে কান নয়, কাউকে সন্দেহ হলে জানান’, বার্তা পুলিশ কমিশনারের
রবিবার সন্ধ্যায় আরজি করের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এ দিন চিকিৎসকরা নিজেদের দাবির বিষয়ে তাঁকে বিস্তারিত জানান। বিনীত গোয়েল বলেন, ‘পড়ুয়াদের যা যা জিজ্ঞাস্য ছিল সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। আজ অতিরিক্ত পুলিশ কমিশনার ১ মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলেছেন। সুপ্রিমকোর্টের গাইডলাইন মেনে তাঁদের হাতে ময়নাতদন্তের রিপোর্ট তুলে […]
দিদির ১০ শপথ: বিনামূল্যে ১০টি গ্যাস সিলিন্ডার, সবার মাথায় ছাদ, ১০ লক্ষের বিমা, মাসে ৫ কেজি চাল, মাসে ১০০০ করে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার
রাজ্যে লোকসভা নির্বাচন শুরু হওয়ার মুখেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল । কলকাতার তৃণমূল ভবনে এই ইস্তেহারে থাকা নানা প্রতিশ্রুতি ও মুখ্য বিষয়গুলি সাংবাদিক বৈঠকে তুলে ধরেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ইস্তেহারে দশটি প্রতিশ্রুতিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ শপথ হিসাবে দেশের মানুষের […]