ইজরায়েলি এয়ারস্ট্রাইকে খতম হেজবোল্লার কমান্ডার, মৃত ১৪, আহত ৬৬

হেজবোল্লার শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যা করল ইজরায়েল। শুক্রবার বেইরুটে এয়ারস্ট্রাইকে তাঁকে নিকেশ করা হয়েছে বলে ঘোষণা করল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। শুধু কমান্ডারই নয়, হেজবোল্লার ঘাঁটিতে চালানো হামলায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তার মধ্যে ১০ জন ছিলেন শীর্ষস্থানীয়। জখম হয়েছেন ৬৬ জন। ১৯৮৩ সালে বেইরুটের আমেরিকান দূতাবাস এবং নৌসেনা ছাউনিতে হামলা চালানো হয়েছিল হেজবোল্লার সিনিয়র নেতা ইব্রাহিম আকিলের নেতৃত্বেই। সেই থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্ক্যানারে ছিলেন আকিল। তাদের ‘মহান জেহাদি নেতার’ মৃত্যু হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে হেজবোল্লাও। ১৯৮৩ সালের হামলায় লেবাননে বসবাসকারী শতাধিক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছিল। তারপর থেকে এই আকিলের মাথার দাম ৭ মিলিয়ন ডলার রেখেছিল আমেরিকা। ১৯৮০ সালে আমেরিকান এবং ইউরোপিয়ানদের অপহরণের ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন এই আকিল।

error: Content is protected !!