হেজবোল্লার শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যা করল ইজরায়েল। শুক্রবার বেইরুটে এয়ারস্ট্রাইকে তাঁকে নিকেশ করা হয়েছে বলে ঘোষণা করল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। শুধু কমান্ডারই নয়, হেজবোল্লার ঘাঁটিতে চালানো হামলায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তার মধ্যে ১০ জন ছিলেন শীর্ষস্থানীয়। জখম হয়েছেন ৬৬ জন। ১৯৮৩ সালে বেইরুটের আমেরিকান দূতাবাস এবং নৌসেনা ছাউনিতে হামলা চালানো হয়েছিল হেজবোল্লার সিনিয়র নেতা ইব্রাহিম আকিলের নেতৃত্বেই। সেই থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্ক্যানারে ছিলেন আকিল। তাদের ‘মহান জেহাদি নেতার’ মৃত্যু হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে হেজবোল্লাও। ১৯৮৩ সালের হামলায় লেবাননে বসবাসকারী শতাধিক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছিল। তারপর থেকে এই আকিলের মাথার দাম ৭ মিলিয়ন ডলার রেখেছিল আমেরিকা। ১৯৮০ সালে আমেরিকান এবং ইউরোপিয়ানদের অপহরণের ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন এই আকিল।
Related Posts
কুয়েতে একটি ৬তলা বিল্ডিং-এ ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪০ জনেরও বেশি ভারতীয় নিহত
বুধবার কুয়েতের আহমাদি প্রদেশের মাঙ্গাফ ব্লকে একটি ছয় তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ মালয়ালীসহ অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, হতাহতের মধ্যে ভারতের অন্যান্য রাজ্য যেমন তামিলনাড়ু এবং উত্তর প্রদেশের লোকজনও রয়েছে। মৃতদের মধ্যে ওয়ুর, কোল্লামের 33 বছর বয়সী উমরুদ্দিন শামিরও রয়েছে। আইসিইউতে রাখা ৩৫ জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভেন্টিলেটর […]
ফের বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান, মৃত ৭০, নিখোঁজ বহু
ফের বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। বন্যায় কমপক্ষে ৭০ জন প্রাণ হারিয়েছেন। বহু মানুষ এখনও নিখোঁজ। ঘোরের প্রদেশিক শাসনকর্তার মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস জানিয়েছেন, সেখানেই কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ফরিয়াবে মৃতের সংখ্যা কমপক্ষে ১৮। আফগান সরকার ইতিমধ্যে জানিয়েছে, হিরাট, ফারা, ফরিয়াব এবং ঘোর সহ ১৬ টি প্রদেশে আজও অতি ভারী বৃষ্টি চলবে। উল্লেখ্য, গত সপ্তাহেই […]
ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে বসেই ইজরায়েল-গাজার যুদ্ধ বন্ধের আর্জি কেইর স্টারমেরের
ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে বসার পরপরই এবার ইজরায়েল-গাজা যুদ্ধ নিয়ে পদক্ষেপ করলেন কেইর স্টারমের । ইজরায়েলের প্রেসিডেন্ট ইজাক হেরজোগের সঙ্গে বৈঠকে বসেন কেইর স্টারমের। ইজরায়েল-গাজা যুদ্ধ যাতে শিগগিরই বন্ধ করা যায়, সে বিষয়ে পদক্ষেপ জোরদার সওয়াল করেন স্টারমের। প্যারিসে ইজাক হেরজোগের সঙ্গে বৈঠকে বসে যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিয়ে সওয়ালের পাশাপাশি দুই দেশের বন্ধুত্ব অটুট রাখারও প্রতিজ্ঞাবদ্ধ হন […]