দেশজুড়ে পালিত হচ্ছে রাম নবমী, অযোধ্যায় রামরালাকে সূর্য তিলক, দেওয়া হল ১ লাখ কিলোর লাড্ডু

দেশজুড়ে পালিত হচ্ছে রাম নবমী। এবছরই অযোধ্যায় প্রতিষ্ঠা হয়েছে রামলালার। এবার সেখানে প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে ১ লাখ ১১ হাজার ১১১ কিলোগ্রাম লাড্ডু। এদিন অযোধ্যায় রাম নবমীর বিশেষ উপলক্ষ্যে, অযোধ্যার রাম মন্দিরে ভগবান শ্রী রামের কপালে সূর্য তিলক করা হল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সূর্য তিলকের এই ভিডিও। রাম নবমীর দিন রামলালার বিশেষ পুজো করা হয়। অযোধ্যায় এই পবিত্র রামনবমীর দিনে প্রচুর ভক্ত ভিড় জমান। ঠিক দুপুর ১২টা রামলালার সূর্য তিলক হয়। সূর্য তিলকের পর ভগবান শ্রী রামের বিশেষ পূজা ও আরতি করা হয়।

‘সূর্য তিলক’ করার ক্ষেত্রে সূর্যের কিরণ প্রয়োজন ৷ যদি আকাশ মেঘলা থাকে সেক্ষেত্রে কীভাবে সূর্য তিলক হবে ? এর জবাবে কানুনগো বলেন, ” কৃত্রিম আলো দিয়ে ‘সূর্য তিলক’ করা হবে ৷ মানুষের বিশ্বাসের কারণেই কৃত্রিম আলো দিয়ে করা যাবে না।” ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বেঙ্গালুরুর সঙ্গে মিলে সিএসআইআর-সিবিআরআই রুরকি টিম মন্দিরের তৃতীয় তলা থেকে ‘গর্ভগৃহ’ পর্যন্ত সূর্য রশ্মি নিয়ে আসার জন্য পদ্ধতির প্রয়োগ করেছে, যা ১৯ বছর পর্যন্ত কাজ করবে । অপটিক্যাল উপাদান, পাইপ, টিল্ট মেকানিজম এবং অন্যান্য সম্পর্কিত উপাদান দিয়ে কাজটি করা হয়েছে ৷ সূর্য তিলকের জন্য রাম মন্দিরে অপ্টো-মেকানিক্যাল সিস্টেমের প্রয়োগ করার আগে রুরকি এলাকার জন্য উপযুক্ত একটি স্কেল-ডাউন মডেল সফলভাবে যাচাই করেছিল । ২০২৪ সালের মার্চ মাসে বেঙ্গালুরুর অপটিকা সাইটে একটি পূর্ণ-স্কেল মডেল সফলভাবে যাচাই করা হয়েছে । আইআইএ বেঙ্গালুরু এবং অপটিকা বেঙ্গালুরুর সঙ্গে সিএসআইআর-সিবিআরআই রুরকি টিম এপ্রিলের প্রথম সপ্তাহে ইনস্টলেশন সম্পন্ন করেছে এবং বারবার ট্রায়াল করা হয়েছে ৷ এ দিকে সূর্য তিলকের জন্য অপ্টো-মেকানিক্যাল সিস্টেমের ব্যাখ্যা করতে গিয়ে পানিগ্রাহী বলেন, “অপ্টো-মেকানিকাল সিস্টেমে চারটি আয়না এবং চারটি লেন্স রয়েছে, যা টিল্ট মেকানিজম এবং পাইপিং সিস্টেমের ভিতরে লাগানো হয়েছে । টিল্ট মেকানিজমের জন্য অ্যাপারচার-সহ সম্পূর্ণ কভারটি স্থাপন করা হয়েছিল । আয়না ও লেন্সের মাধ্যমে সূর্যের রশ্মিকে গর্ভ গৃহেতে ফেলা হয়েছে । সমস্ত পাইপিং এবং অন্যান্য অংশগুলি পিতলের উপাদান ব্যবহার করে তৈরি করা হয়। যে আয়না এবং লেন্সগুলি ব্যবহার করা হয় তা অত্যন্ত উচ্চ মানের এবং দীর্ঘ সময়ের জন্য টেকসই ৷” জানা গিয়েছে, পাইপ, এলবোস এবং ঘেরের অভ্যন্তরীণ পৃষ্ঠটি কালো পাউডার লেপা রয়েছে যাতে সূর্যালোক ছড়িয়ে না পড়ে । এছাড়াও উপরের অ্যাপারচারে ইনফ্রা রেড ফিল্টার গ্লাস ব্যবহার করা হয়েছে সূর্যের তাপকে প্রতিমার কপালে পড়তে বাধা দেওয়ার জন্য ৷

error: Content is protected !!