রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং শ্লীলতাহানির অভিযোগের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা ফেরাল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি শিবজ্ঞানম বৃহস্পতিবার জানান, এ নিয়ে জনস্বার্থ মামলা হয় না। আদালত এখন কোনও ভাবেই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করবে না। প্রসঙ্গত, গত ২ মে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। কিন্তু রাজ্যপাল সংবিধানের রক্ষাকবচ পান। তাই তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও ফৌজদারি তদন্ত করতে পারে না। এ ক্ষেত্রে তাই পুলিশের কী করণীয়, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
Related Posts
১৫ দিন টানা জেরার পর অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ
অবশেষে গ্রেপ্তার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা ১৫ দিন জেরার পর সোমবার তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। জানা গিয়েছে, তরুণী চিকিৎসককে খুন বা ধর্ষণের মামলা নয়। আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ। আজ সকাল থেকেই টানা জিজ্ঞাসাবাদ করা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে। তাতে একাধিক অসংগতি মেলে বলে খবর। […]
স্কুলবাসে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ পরিবহণ দফতরের, বাধ্যতামূলক লোকেশন ট্র্যাকিং ডিভাইস
স্কুলের পুলকার এবং বাসের জন্য একগুচ্ছ নির্দেশিকা আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতরের। সেই সঙ্গে স্কুলগুলির জন্য আসছে একাধিক নিয়ম। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত হল পরিবহণ, পুলিশ, শিক্ষা দফতর এবং অভিভাবকদের সঙ্গে বৈঠকে। স্কুল, অভিভাবক ও গাড়ি মালিকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য। গাড়ির মালিকদের জন্য নির্দেশিকা গাড়ির বৈধ কাগজ, ফিটনেস, লোকেশন […]
লাস্যময়ী শিলাস্তিকে হানি ট্র্যাপ বানিয়ে বাংলাদেশের সাংসদকে নিউটাউনের ফ্ল্যাটে ডেকে আনা হয়! পুলিশের নজরে রহস্যময়ী
হানি ট্র্যাপ! মহিলাকে দিয়ে পাতা ফাঁদে পা দিয়েই কি নৃশংস ভাবে খুন হতে হল বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমকে? তবে এমপি আনার হত্যাকাণ্ডে এক নারীর সংশ্লিষ্টতা পেয়েছে তদন্তকারীরা। তারা বলছেন, ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে আনারকে হত্যার পরিকল্পনা করে আখতারুজ্জামান শাহীন। ওই ঘটনায় শিলাস্তি রহমান নামে এক তরুণীর সংশ্লিষ্টতা রয়েছে।তদন্ত সংশ্লিষ্টরা বলছেন- শিলাস্তিকে হানি ট্র্যাপ হিসেবে […]