ভোটের মুখে কলকাতার একাধিক জায়গায় আয়কর হানা, উদ্ধার ১ কোটি টাকা

ভোটের মুখে শহরে ফের আয়কর হানা। বৃহস্পতিবার সকালে খবর পাওয়া যায়। শহরে আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু হয়েছে। মহানগরের ১২ টি জায়গায় এই তল্লাশি চলছে বলে খবর। সেখানেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পাওয়া খবরে কলকাতার তিন হোর্ডিং ব্যবসায়ীর অফিসে আধিকারিকরা হানা দিয়েছিলেন। ভোটের আগে কলকাতা থেকে উদ্ধার হল ১ কোটি টাকা। শহরজুড়ে মোট ১০টি জায়গায় চলছে আয়কর হানা। সূত্রের খবর, কলকাতার ৩ হোর্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকরা। এসপ্ল্যানেডের একটি অফিস থেকে ৫০ লক্ষ টাকা এবং অন্য একটি জায়গা থেকে আরও ৫০ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে। ধর্মতলা সহ একাধিক জায়গায় হানা দেওয়া হয়। মূলত ব্যবসায়ীদের অফিসেই এই তল্লাশি অভিযান চলে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুটি অফিসে তল্লাশি চালানোর সময় ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। এত নগদ কেন জমা করা ছিল? সেই প্রশ্ন উঠেছে। তদন্তকারী সেই সব বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন। লোকসভা নির্বাচন চলায় দেশে জারি রয়েছে আর্দশ আচরণ বিধি। বড় টাকার লেনদেনের উপর নজর রেখেছে নির্বাচন কমিশনও। 

error: Content is protected !!