লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে, 7টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে শনিবার সন্ধ্যা 6 টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৮টি আসনে ৫৮.৮২% ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৭৮.১৯% এবং জম্মু ও কাশ্মীরে সর্বনিম্ন ৫১.৪১%। পাঁচ দফায় ৪২৯টি আসনে ভোট হয়েছে। শেষ ৫৬টি আসনে ভোট হবে ১ জুন। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম থেকে বিজেপি প্রার্থী প্রণন্ত টুডুর ওপর হামলা হয়েছে। পাথরের আঘাতে তার নিরাপত্তারক্ষী আহত হন। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পেয়ে গড়বেতার একটি বুথ পরিদর্শন করছিলেন টুডু। ভাঙচুর করা হয়েছে প্রণন্ত টুডুর গাড়িও। বিজেপি টিএমসিকে হামলার অভিযোগ করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশন বলেছে- ভোট শুরুর আগে প্রার্থীদের এজেন্টরা স্বাক্ষর করেন। এই কেন্দ্রগুলিতে টিএমসি এজেন্টরা উপস্থিত ছিলেন না, তাই সেখানে কেবল বিজেপি এজেন্টদের স্বাক্ষর রয়েছে। পশ্চিমবঙ্গের তমলুকে ভোটের আগে বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক তৃণমূল সমর্থক আহত হয়েছেন। এখান থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি থেকে পিডিপি প্রার্থী মেহবুবা মুফতি ধর্মঘটে বসেছেন। তার বিরুদ্ধে ইভিএম কারচুপি এবং মোবাইল ফোনের আউটগোয়িং কল ব্লক করার অভিযোগ রয়েছে। 2019 সালে, বিজেপি 40টি, BSP 4টি, BJD 4, SP 1, JDU 3, TMC 3, LJP এবং AJSU 1টি করে সর্বোচ্চ সংখ্যক আসন জিতেছে। কংগ্রেস ও এএপি একটি আসনও পায়নি।
Related Posts
ভারত চায় প্রতিবেশী দেশগুলো শান্তি, সমৃদ্ধির পথে হাঁটুক : প্রধানমন্ত্রী
আর জি কর-র অন্দরে মহিলা চিকিৎসকের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে দেশ। তাঁকে যে নৃশংস অত্যাচার করে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে সরব সাধারণ মানুষ। এদিকে, ঘটনার কিছুদিন আগে, গত ৫ অগস্ট বাংলাদেশের রাজনীতি তোলপাড় হয়। সেদেশে ছাত্র-জনতা আন্দোলনের সরব দাবিতে পদত্যাগ করেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছুটে আসেন ভারতে। এরপর বাংলাদেশে হিন্দুজদের ওপর অত্যাচারের নানান […]
মহারাষ্ট্রে ইস্পাত কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ৩০
মহারাষ্ট্রে ইস্পাত কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর আহত ৩০ কর্মী। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। রাজ্যের জালনা শহরের ঘটনা। পুলিশ সুপার অজয় কুমার বনশল জানিয়েছেন, দুপুরে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণের পরেই গলন্ত লোহা শ্রমিকদের উপর ছিটকে পড়ে। তাতেই ঝলসে যান শ্রমিকরা। আহতদের ছত্রপতি শম্ভজি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী ভাবে এই বিস্ফোরণ তা […]
CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অবস্থা আশঙ্কাজনক
CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। CPIM সূত্রে খবর, তিনি দিল্লির AIIMS হাসপাতালে রেসপিরেটরি সাপোর্টে রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৯ অগস্ট থেকে ইয়েচুরি ওই হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তাঁকে ICU-তে রাখা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইয়েচুরিকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। দলের তরফে মঙ্গলবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, ৭২ বছরের বাম নেতার […]