লোকসভা ভোটের ফল অনেকটাই স্পষ্ট। বাংলায় তৃণমূল শুধু ২০-র বেশি নয়, এগিয়ে রয়েছে ২৯টি আসনে। অন্য দিকে বিজেপি এগিয়ে রয়েছে ১২টিতে। এদিকে, গোটা দেশের নিরিখেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯৪ আসনে, আর ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩২ আসনে, অন্যান্যরা এগিয়ে ১৭ আসনে। মঙ্গলবার সেই ইঙ্গিত স্পষ্ট হতেই কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসল বিশেষ বৈঠক। মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয় বলে খবর। তৃণমূল সূত্রে খবর, মমতা এবং অভিষেক ঠিক করছেন, এর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে। এই পরিস্থিতিতে একটি সর্বভারতীয় চ্যানেলকে মমতা বলেন, ”এখনও চলছে গণনা। দয়া করে অপেক্ষা করুন। সকলকে অভিনন্দন জানাচ্ছি। সাড়ে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করুন।” বুথ ফেরত সমীক্ষা দেখার পরেও দলের ভাল ফলের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ইভিএম খুলতেই দেখা গেল, ২০১৯-এর ধাক্কা সামলে উঠে বিজেপিকে কার্যত মাটি ধরিয়েছে তৃণমূল ঝড়৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের দাবি মতো তৃণমূল যে ইন্ডিয়া জোটেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তাও স্পষ্ট৷
Related Posts
ভূপতিনগর কাণ্ডে ৩ নেতাকে তলব করল এনআইএ, দিল্লিতে কমিশনের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল
কেন্দ্রীয় এজেন্সিকে ‘অপব্যবহারের’ অভিযোগ শাসকদলের আজকের নয়। অতীতে এনিয়ে বারংবার ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একটু পিছিয়ে দেখলে ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তলবের মুখে আগেও পড়েছে তৃণমূলের নেতা-কর্মীরা। গ্রেফতারও হয়েছেন। নানা মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েটদের। এই অবধি অভিযোগটা একরম ছিল। তবে আবহ বদলেছে সন্দেশখালি, ভূপতিনগরকাণ্ডের পর। দুটি স্থানেই কেন্দ্রীয়বাহিনীকে হামলার অভিযোগ উঠেছে। ভূপতিনগরকাণ্ডে […]
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সবজির দাম কমাতে তৎপরতা, তড়িঘড়ি বাজার পরিদর্শনে টাস্ক ফোর্সের সদস্যরা
নবান্নে মূল্যবৃদ্ধি সংক্রান্ত বৈঠকে ১০ দিন সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সাফ নির্দেশ, ১০ দিনের মধ্যেই কমাতে হবে সবজির দাম। আর সেই নির্দেশের পরেই তড়িঘড়ি বাজার পরিদর্শনে টাস্ক ফোর্সের সদস্যরা। সঙ্গে দেখা গেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারকি ও পুলিশকে। বুধবার কাঁকুরগাছির ভিআইপি মার্কেট পরিদর্শন করেন টাস্ক ফোর্সের কর্তারা। এই বিষয়ে টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে […]
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল বোসের মানহানি মামলা শুনানি শেষ, স্থগিত রায়দান
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মানহানি মামলা দায়ের করেন। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানি শেষ। দুপক্ষের সওয়াল জবাব শুনে কোনও মন্তব্য করেননি বিচারপতি। আপাতত স্থগিত রায়দান। লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। এই […]