জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে জামাইষষ্ঠীর কারণে আগামী বুধবার ১২ জুন কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স এবং কলকাতার কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউয়ের অফিস ছাড়া রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস ছুটি থাকবে। দুপুর দুটোয় ছুটি হয়ে যাবে বলে অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অর্থাৎ সকালে যেমন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়, সেরকম হবে। দুপুর দুটোয় ছুটি হয়ে যাবে। পুরো অফিস বা স্কুল করতে হবে না। তবে এই প্রথম নয়, আগেও জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই পরিস্থিতিতে এবারও অর্ধদিবস ছুটি ঘোষণা করা হবে বলে আশায় ছিলেন অনেকে। ভোট মিটতেই সেই ছুটির ঘোষণা করা হল। বজায় রাখা হল রীতি।
Related Posts
চিনার পার্কের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড
নববর্ষের সন্ধেয় দাউ দাউ করে জ্বলে উঠল রেস্তোরাঁ! জানা গেছে, রবিবার সন্ধেয় চিনারপার্ক এলাকায় এক রেস্তোঁরায় আগুন লাগে। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে এবং অনতিবিলম্বে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। তবে এদিনের আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও খবর নেই । কীভাবে আগুন লাগল, […]
জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নয়া অধ্যক্ষ সহ ৪ জনকে সরিয়ে দিল রাজ্য
জুনিয়র ডাক্তারদের চাপের সামনে মাথানত করল রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল-সহ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চার শীর্ষ আধিকারিককে সরিয়ে দিল রাজ্য সরকার। বুধবার রাতের দিকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের পাশাপাশি নবনিযুক্ত সুপার-কাম-ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি), চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং অ্যাসিসট্যান্ট […]
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ রাজ্য সরকারি ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ রাজ্য সরকারি সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার৷ আজ সকালেই পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ বেলা বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছন৷ আজই […]