চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান ক্রিকেট দল। গত তিনটে ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে জয়লাভ করতে পেরেছে। ঝুলিতে ছিল মাত্র ২ পয়েন্ট। এই পরিস্থিতিতে শুক্রবার (১৪ জুন) তাা আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে ছিল। এই ম্যাচে যদি আমেরিকা হারত, তাহলেও পাকিস্তানের সামনে পরের রাউন্ডে যাওয়ার একটা ক্ষীণ সুযোগ তৈরি হত। কিন্তু, ফ্লোরিডায় ব্যাপক বৃষ্টির কারণে এই ম্যাচই আয়োজন করা সম্ভব হল না। আর সেকারণেই পাকিস্তানকে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল। এই টুর্নামেন্টে আমেরিকা পাকিস্তান এবং কানাডাকে পরাস্ত করেছে। সেকারণে ৪ পয়েন্ট সংগ্রহ করে তারা এ গ্রুপের দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এবার শুক্রবারের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার কারণে তাদের ঝুলিতে আরও এক পয়েন্ট যুক্ত হয়েছে। অর্থাৎ আমেরিকার ঝুলিতে আপাতত মোট পাঁচ পয়েন্ট রয়েছে। অন্যদিকে, পাকিস্তান গত তিনটে ম্যাচের মধ্যে একটায় জয়লাভ করেছে। ফলে তারা সংগ্রহ করেছে মাত্র ২ পয়েন্ট। এই পরিস্থিতিতে তারা যদি পরের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েও দেয়, তাহলেও সর্বমোট ৪ পয়েন্ট তারা হাসিল করতে পারবে। এই পরিস্থিতিতে তারা আমেরিকাকে কোনও অঙ্কেই পিছনে ফেলতে পারবে না। সেকারণে তাদের এবারের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল। এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে পাকিস্তানের যাত্রাপথ একেবারে মসৃণ হয়নি। প্রথমে তারা দুর্বল আমেরিকার কাছে হেরে যায়। পাকিস্তানের এই পরাজয়ের পর সমালোচনার ঝড় উঠতে শুরু করেছিল। আশা ছিল, ভারতকে হারাতে পারলে হারানো সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করা সম্ভব হবে। কিন্তু, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ১২০ রানের টার্গেটও তাড়া করতে পারেনি। শেষপর্যন্ত ৪ রানে বাবরদের হার স্বীকার করতে হয়। মেন ইন গ্রিনের এই পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের সমর্থকরা বেজায় ক্ষেপে রয়েছেন। সমর্থকদের একাংশ তো আবার বাবরদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও তুলতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পাকিস্তানকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। সম্মানরক্ষার এই ম্যাচে পাকিস্তান নিজেদের মান বাঁচাতে পারে কি না, আইরিশদের হারিয়ে ৪ পয়েন্ট ঘরে তুলতে পারে কি না; সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন।
Related Posts
১১৯ রান করেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ রানে পাকিস্তানকে হারালো ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের জয় ভারতের। প্রথম ব্যাট করে ১১৯ রান তুলেছিল ভারত। সহজ রানের লক্ষ্য পেয়েছিল পাকিস্তান। কিন্তু ম্যাচ জিততে পারেনি। ভারতীয় বোলারদের দাপটে হেরে গেল পাকিস্তান। ১১৩ রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। খেলা শুরু হয় দেরিতে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। প্রথম ওভার হওয়ার পরেই আবার বৃষ্টি নামে। কিছু […]
কোপা সেমিফাইনালে কলম্বিয়া সমর্থকদের সঙ্গে হাতাহাতি উরুগুয়ে ফুটবলারদের
খেলার মাঠে এ দৃশ্য বড় অশোভন। ফুটবলারদের উদ্দেশে গ্যালারি থেকে কটূক্তি, বিয়ারের ক্যান, কাপ ছোড়া! পালটা সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া ফুটবলারদের। বৃহস্পতিবার কোপা আমেরিকার সেমিফাইনালে এই অশোভন দৃশ্যেরই সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।বৃহস্পতিবার কোপার টানটান সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হায়েছে কলম্বিয়া। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। কিন্তু এদিন খানিক অঘটন ঘটিয়েই […]
পঞ্জাব কিংসের ৩ উইকেটে হারিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস
রাজস্থান রয়্যালস- ১৪৮/৭ (যশস্বী জয়সওয়াল ৩৯, তানুষ কোতিয়ান ২৪, রিয়ান পরাগ ২৩)পঞ্জাব কিংস- ১৪৭/৮ (জিতেশ শর্মা ২৯, আশুতোষ শর্মা ৩১, লিভিংস্টোন ২১, মহারাজ ২২/২) ব্যাটিং ব্যর্থতার জেরে রাজস্থান রয়্যালসের কাছে ৩ উইকেট হার হল পঞ্জাব কিংসের। ম্যাচে রাজস্থান রয়্যালস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আর শুরু থেকেই পঞ্জাবের ব্যাটিং ডিপার্টমেন্টকে যথেষ্ট দুর্বল দেখায়। […]