বিহারের সিওয়ানে ফের ভেঙে পড়ল সেতু। গণ্ডক ক্যানেলের উপর এই সেতুটি ভেঙে পড়ে। তবে সেতু ভাঙার শব্দ এতটাই তীব্র ছিল যে এর জেরে রামগড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। সেতু ভাঙার এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সঠিকভাবে সেতুটি নির্মাণ করা হয়নি বলেই খবর পাওয়া গিয়েছে। তবে এই সেতুটি পাতেদি বাজার এবং রামগড়ের মধ্যে যোগাযোগ রক্ষাকারী অন্যতম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের অভাবেই সেতুটি ভেঙে পড়েছে। প্রায় ৪০ বছর আগে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটির পিলারগুলি বহুদিন ধরেই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অবশেষে এটি ভেঙে পড়ে। এই সেতুটি ভেঙে পড়ার ফলে স্থানীয় বাসিন্দাদের ঘুরপথে তাঁদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে। বাকরা নদীর উপর সেতু ভেঙে পড়ার পরই এই ঘটনা ফের ঘটল। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সেতু ভাঙার ঘটনায় রীতিমতো অস্বস্তিতে প্রশাসনও।
Related Posts
পূর্ব দিল্লির গাজিপুর ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
পূর্ব দিল্লির গাজিপুর ভাগাড়ে আগু লাগে রবিবার সন্ধ্যায় ৷ গরম ও শুষ্ক আবহাওয়ার জেরে ক্রমেই তা ভয়াবহ চেহারা নেয় বলে দাবি সংশ্লিষ্ট আধিকারিকদের ৷ রাত থেকেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷ দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক বলেন, “আমরা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে পেরেছিলাম ৷ প্রাথমিকভাবে দমকলের দু’টি ইঞ্জিনকে পাঠানো […]
‘পলাতক’ হাসিনার সাক্ষাত্ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালের’, প্রধানমন্ত্রী মোদির বাসভবনে জরুরি বৈঠক!
পদ্মাপারে সেনা শাসন। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে এদেশে চলে এসেছেন শেখ হাসিনা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিজের বাসভবনেই উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি। বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ অন্যন্য়রা। দেশজুড়ে তুমুল বিক্ষোভ। বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন এখন জনতার দখলে। সূত্রের খবর, সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য ৪৫ […]
হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার জেরে একগুচ্ছ ট্রেন বাতিল
ফের রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোররাতে ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে রাজখরসাওয়ান এবং বরাবাম্বুরের মধ্যবর্তী এলাকায় ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস লাইনচ্যুত হয়। খেলনা গাড়ির মতো রেললাইনে ছিটকে পড়ে ট্রেনটির ১৮টি বগি। একটি মালগাড়ির সঙ্গে ধাক্কার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত […]