ফের শিরোনামে উত্তরপ্রদেশ। দিনেদুপুরে ব্যস্ত রাস্তায় নগ্ন হয়ে হেঁটে চলেছেন এক মহিলা। মর্মান্তিক সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। সেই ভিডিয়ো দেখে নড়ে বসেছে প্রশাসনও। ভিডিয়োতে ওই মহিলাকে গাজিয়াবাদের মোহন নগর চৌরাহায় একটি ব্যস্ত রাস্তায় পোশাক ছাড়া ঘোরাফেরা করতে দেখা যায়। তাকে ওই অবস্থায় দেখে কেউ আপত্তি প্রকাশ করে না। তাকে থামানোর চেষ্টা করে না বা এমনকি তার গায়ে একফালি কাপড়ও কেউ তুলে দেয় না। ৯ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে ওই মহিলা যানবাহন এবং পথচারীদের পাশ দিয়ে ট্র্যাফিকের মধ্যে হাঁটছেন। রিপোর্ট অনুযায়ী, ভিডিয়োটি তোলা হয়েছিল দুদিন আগে ২৫ জুন। মহিলার পরিচয় এখনও অজানা। শুধু তাই নয়, ওই মহিলা কে এবং কেন তিনি নগ্ন হয়ে রাস্তায় ঘুরছিলেন তাও স্পষ্ট নয়। জানা গিয়েছে যে, ঘটনার দুই দিন পর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলেই কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে জানতে পারে।
Related Posts
গরমে দিল্লির ভিড় বাসে বিকিনি পরেই সফর তরুণীর, ভাইরাল ভিডিও
তীব্র গ্রীষ্মে রীতিমতো বিকিনি পরে দিল্লির ভিড় বাসে দেখা গেল এক তরুণীকে। ঘটনার ভিডিও করেন এক সহযাত্রী। তরুণীর পোশাকের হাল দেখে কার্যত হকচকিয়ে যান বাসের অন্য যাত্রীরা। মধ্যবয়সী এক মহিলা দ্রুত তরুণীর থেকে খানিক সরে দাঁড়ান। অন্য এক ব্যক্তি স্বল্পবসনার থেকে দূরে যেতে পড়িমরি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান। সোশ্যাল মিডিয়া পোস্ট করা ভিডিওর কমেন্ট […]
বন্দে-ভারত এক্সপ্রেসের খাবারে মৃত আরশোলা! ভাইরাল ছবি
একজন এক্স ব্যবহারকারী সম্প্রতি দাবি করেছিলেন যে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের পরিবেশন করা খাবারের ভিতরে একটি মৃত আরশোলা ছিল। তিনি উল্লেখ করেছেন যে ঘটনাটি তার কাকা এবং কাকিমার সঙ্গে ঘটেছিল, যারা ১৮ জুন ভোপাল থেকে আগ্রা গিয়েছিলেন। তিনি দাবি জানিয়েছিলেন যে কর্তৃপক্ষকে বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড […]
অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে টেকঅফ করতেই পড়ে গেল বিমানের চাকা, ভাইরাল ভিডিও
উড়ানের টেকঅফের সময় বোয়িং ৭৫৭-২০০ বিমানের একটি চাকা পড়ে গেল মাটিতে। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। জানা গিয়েছে, সোমাবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের উড়ানটি টেকঅফ করে। বিমানটি আকাশে উড়তেই একটি চাকা মাটিতে এসে আছড়ে পড়ে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই আশঙ্কা তৈরি হয়, চাকা ছাড়া কীভাবে নিরাপদে সেই বিমানটি নিজের গন্তব্যস্থলে […]