আজ থেকে দেশে কার্যকর হয়েছে তিনটি ফৌজদারি আইন ৷ তার মধ্যে একটি হল ‘ভারতীয় ন্যায় সংহিতা 2023’ ৷ সোমবার আইন লাগু হতেই প্রথম মামলা দায়ের হল এই আইনের অধীনে ৷ এফআইআরটি হয়েছে দিল্লির কমলা মার্কেট থানায় ৷ মামলাটি নথিভুক্ত হয়েছে এক হকারের বিরুদ্ধে । এফআইআর অনুযায়ী, অভিযুক্তের নাম পঙ্কজ কুমার ৷ তিনি বিহারের বারহের বাসিন্দা । তিনি নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের ফুট ওভার ব্রিজের নীচে ব্যবসা করেন ৷ তাঁর বিরুদ্ধে রাস্তা আটকে ব্যবসা করার অভিযোগ উঠেছে ৷ ‘ভারতীয় ন্যায় সংহিতা’ আইনের ধারা 285-এর অধীনে ওই বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । এফআইআর-এ পুলিশ উল্লেখ করেছে যে, অভিযুক্ত প্রধান সড়কের কাছে একটি ঠেলায় করে তামাক এবং জল বিক্রি করছিলেন ৷ তাঁর ব্যবসার ফলে নিত্যযাত্রীদের অসুবিধা সৃষ্টি হচ্ছিল । ওই এলাকায় টহলরত পুলিশ অভিযুক্তকে তাঁর ঠেলাটিকে সেখান থেকে সরিয়ে নিতে বলে ৷ তবে তিনি পুলিশের কথায় কর্ণপাত না করে রাস্তা আটকে নিজের ব্যবসা চালিয়ে যান বলে অভিযোগ । উল্লেখ্য, সোমবার অর্থাৎ 1 জুলাই থেকে দেশে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) পরিবর্তে ‘ভারতীয় ন্যায় সংহিতা 2023’, সিআরপিসি’র পরিবর্তে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023’ এবং ‘ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম 2023’-এই তিনটি ফৌজদারি আইন কার্যকর হয়েছে ৷ ‘ভারতীয় ন্যায় সংহিতা’ আইনের অধীনে 358টি ধারা রয়েছে (আইপিসি’র 511টি ধারার পরিবর্তে) । সংহিতা আইনে মোট 20টি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে এবং 33টি অপরাধের জন্য কারাদণ্ডের সাজা বৃদ্ধি করা হয়েছে । 83টি অপরাধে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে এবং 23টি অপরাধে বাধ্যতামূলক ন্যূনতম শাস্তির প্রবর্তন করা হয়েছে । ছয়টি অপরাধে কমিউনিটি সার্ভিসের দণ্ড প্রবর্তন করা হয়েছে এবং এই আইনে আগেরটির 19টি ধারা বাতিল বা অপসারণ করা হয়েছে ।
Related Posts
অন্ধ্রপ্রদেশের ৯টি ও ঝাড়খণ্ডের ২টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস
অন্ধ্রপ্রদেশের ৯টি ও ঝাড়খণ্ডের দুটি লোকসভা আসনে প্রার্থীদের নাম জানিয়ে দিল কংগ্রেস শিবির। গতকালই কাঁথি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে বাংলার তালিকা সম্পূর্ণ করে ফেলেছে কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী তালিকায় এখন সবার নজর শুধু আমেথি ও রায়বারেলির দিকে। জোর জল্পনা, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা এই দুটি আসন থেকে হাত চিহ্নে দাঁড়াবেন। ঝাড়খণ্ডে বিজেপির হেভিওয়েট […]
কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ, সাংসদ পদ খোয়াতে পারেন কঙ্গনা রানাওয়াত! হাইকোর্টে মামলা দায়ের
হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিল হতে পারে! এমনই জল্পনা শুরু হয়েছে। কারণ ওই আসনের পুরো নির্বাচন প্রক্রিয়া বাতিল করতে চেয়ে হিমাচল প্রদেশের হাইকোর্টে মামলা করেছেন কিন্নরের এক বাসিন্দা। তাঁর মামলার ভিত্তিতে মান্ডির বর্তমান বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চিঠিও দিয়েছে আদালত। আগামী ২১ আগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের রায়ে যদি […]
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় কেন্দ্রকেও যুক্ত করার অনুমতি দিল সুপ্রিমকোর্ট
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের মহিলা কর্মী। সেই মামলায় রাজ্যের উদ্দেশে নোটিস জারি করল শীর্ষ আদালত। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও মামলায় যুক্ত করার স্বাধীনতা দেওয়া হল মামলাকারীকে। শুক্রবার মামলাটি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওঠে। মোট তিনটি নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। রাজ্যের […]