উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ১০৭জনের মৃত্যু। সৎসঙ্গে যোগ দিতে গিয়েছিলেন ভক্তরা। সেখান থেকে বেঁচে ফিরতে পারলেন না অনেকেই। ভোলেবাবার সৎসঙ্গে গিয়েছিলেন তাঁরা। কিন্তু কে এই ভোলেবাবা? নারায়ণ শঙ্কর হরি নামে ডাকা হয় তাঁকে। বেশিরভাগ সময়ই তাঁকে সাদা ড্রেসেই দেখা যায়। প্রায় ১৮ বছর ধরে তিনি উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত ছিলেন। তবে তিনি উত্তরপ্রদেশ পুলিশের গোয়েন্দা দফতরের চাকরি ছেড়ে ধর্মীয় গুরু হয়ে যান। এরপর তিনি ভক্তদের প্রবচন দিতে শুরু করেন। প্রচন্ড গরমের মধ্য়ে চলছিল এই সৎসঙ্গ অনুষ্ঠান। সেই সময় তাঁবুর ভেতরে একেবারে গলদঘর্ম অবস্থা। সেই সময় সৎসঙ্গ শেষ হওয়ার পরেই হুড়মুড় করে বেরোতে যান ভক্তরা। আর তখনই পদপিষ্টের ঘটনা। অন্তত ১০৭জনের মৃত্যুর খবর মিলেছে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সহ অন্যান্যরা।
Related Posts
কেন্দ্রীয় সংস্থার অব্যবহারের অভিযোগ, সংসদের বাইরে প্রতিবাদে বিরোধীরা
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির নেতৃত্বে সংসদের বাইরে প্রতিবাদ ও বিক্ষোভ বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা ৷ কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধী দলগুলির বিরুদ্ধে অপব্যবহার করার অভিযোগে এই প্রতিবাদ বিরোধীদের ৷ বেশ কয়েকজন সাংসদকে হাতে প্ল্যাকার্ড হাতে দেখা গিয়েছে ৷ যেখানে লেখা ছিল, “বিরোধীদের চুপ করাতে এজেন্সির অপব্যবহার বন্ধ করা হোক ৷” সংসদ ভবনের মকর দুয়ারের বাইরে বিক্ষোভে […]
সিইউইটি-ইউজি’র ফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি
কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি)-ইউজি’র ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ৷ ছাত্রছাত্রীরা এই official website- exams.nta.ac.in/CUET-UG/ তাঁদের রেজাল্ট দেখতে পারবেন ৷ অ্যাপ্লিকেশন নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে লগ-ইন করে ছাত্রছাত্রীরা তাঁদের রেজাল্ট দেখতে পারবেন ৷ এনটিএ গত ৭ জুলাই সিইউইটি-ইউজি ২০২৪-এর ‘প্রভিশনাল অ্যানসার কি’ প্রকাশ করেছিল ৷ ১০০০-এরও বেশি প্রার্থীর জন্য ফের পরীক্ষা নেওয়া […]
প্রবল বর্ষণে বিপর্যস্ত গুজরাত, মৃত ৮, জারি সর্তকতা
প্রবল বর্ষণে জলমগ্ন গুজরাত। মৃতের সংখ্যা বেড়ে ৮। বুধবার প্রবল বর্ষণের মধ্যে গুজরাতের বিশাল অংশে বেশ কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং প্লাবিত নদী এবং উপচে পড়া বাঁধের পরে ৮২৬ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। সকাল থেকে ভাদোদরা, সুরাট, ভারুচ এবং আনন্দের মতো দক্ষিণ এবং গুজরাতের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা […]