এবারের নির্বাচনে ব্রিটেনে রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ জয়ী হয়েছেন। যেমন কনজারভেটিভ, তেমনই শাসন লেবার পার্টির থেকেও বহু ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জিতে হাউজ অফ কমনসে গিয়েছেন এবারে। এর আগে কনজারভেটিভ সরকারের সময়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন ভরতীয় বংশোদ্ভূতরা। প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনক দায়িত্ব সামলেছেন প্রায় দেড় বছর। এর আগে তিনি সেদেশের অর্থমন্ত্রী ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত ব্রেভারম্যান। এছড়া প্রীতি প্যাটেলও একসময় সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আর এবার লেবার পার্টির নয়া সরকারেও ভারতীয় বংশোদ্ভূত সাংসদকে মন্ত্রী করা হল। এই লেবার পার্টির সরকারে সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া বিষয়ক সচিব হয়েছেন ব্রিটিশ ভারতীয় এমপি লিজা নন্দী। এই লিজার সঙ্গে কলকাতার গভীর সম্পর্ক রয়েছে। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের উইগান থেকে বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। ৪৪ বছর বয়সি এই রাজনীতিবিদ ২০২০ সালে লেবার পার্টির লিডার হওয়ার দৌড়ে ছিলেন। সেই দৌরে প্রথম তিনজনের মধ্যে গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই যাত্রায় স্টার্মার লেবার নেতা নির্বাচিত হয়েছিলেন। এবং সেই কিয়ের স্টার্মারই এবার লিজাকে সংস্কৃতি সচিব করলেন।জয়ী হয়ে লিজা নন্দী বলেছিলেন, ‘যারা আমাদের এই উইগান শহরে বর্ণবাদী রাজনীতি নিয়ে এসেছে, তাদের উদ্দেশে আমি বলতে চাই, উইগানের শ্রমজীবী মানুষ বিগত ১০০ বছর ধরে এই বিদ্বেষমূলক রাজনীতিকে কাছে ঘেঁষতে দেয়নি। বারবার এই শহর থেকে এই ঘৃণ্য রাজনীতিকে তাড়িয়েছে উইগানবাসী। তাই এই ফলাফলকে নিজের মার্চিং অর্ডার হিসেবে গ্রহণ করুন। আপনি এখানে এসে থাকতে পারেন। তবে নিজের বিভেদমূলক বক্তব্য অন্যত্র দেবেন। আমাদের এখানে অনেক কাজ আছে।’ উল্লেখ্য, নির্বাচনে লিজা নন্দীর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন অতিকট্টরপন্থী রিফর্ম ইউকে পার্টির প্রার্থী। উল্লেখ্য, লিজার বাবা দীক নন্দী একজন শিক্ষাবিদ। কলকাতা থেকে তিনি ম্যাঞ্চেস্টারে গিয়েছিলেন। সেখানে এক ব্রিটিশ মহিলাকে বিয়ে করেছিলেন দীপক।
Related Posts
আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে না ভারত থেকে
সোমবার ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন অনেকে। এবার জেনে নিন, ঠিক কত ক্ষণ চলবে এই গ্রহণ। মেক্সিকো, হাওয়াই-সহ পলিনেশিয়া, উত্তর আমেরিকার অধিকাংশ জায়গা (আলাস্কা বাদ দিয়ে), মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ডের মতো জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। এদিন দুপুর বেলাতেই […]
আমেরিকাগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে বিপত্তি, অবতরণ রাশিয়ায়
শুক্রবার নয়াদিল্লি থেকে সান ফ্রান্সিস্কোর উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার এআই১৮৩ উড়ান। তবে মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এর জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে রাশিয়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, উড়ানটি শেষ পর্যন্ত ক্রাসনোইয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতণ করে। জানা গিয়েছে, বিমানের কার্গো হোল্ডে সমস্যা দেখা দিয়েছিল বিমানে। মাঝ আকাশেই সেই সমস্যা […]
ফের উত্তপ্ত বাংলাদেশ, সংঘর্ষে মৃত ২
রবিবার থেকেই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। তার আগে, শনিবার থেকেই থমথমে পরিবেশ বাংলাদেশ জুড়ে। নতুন করে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। কারণ, শনিবারই বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা বিক্ষোভ ঘিরে একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছে। তাতে মৃত্যু হয়েছে আরও দুজনের। সূত্রের খবর অনুযায়ী, চট্টগ্রাম এবং গাজিপুরের শ্রীপুর এলাকায় ওই দুজন মারা গিয়েছেন। শনিবার, কুমিল্লা, সিলেট, […]