রাজ্যের পাঠানো বিল আটকে রাখার অভিযোগ অস্বীকার করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের অভিযোগ ছিল, রাজ্যপাল বিধানসভায় পাশ করা আটটি বিল আটকে রেখেছেন দীর্ঘদিন ধরে। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতেই রাজ্যপালের এমন বক্তব্য প্রকাশ্যে এসেছে। রাজ্যপাল বিল আটকে রাখার অভিযোগ অস্বীকার করে উল্টে এনিয়ে রাজ্য সরকারকে দায়ী করেছেন। রাজ্যপাল জানিয়েছেন, রাজ্য সরকারের পাঠানো ৮টি মধ্যে ৬ টি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে। তাঁর কাছে সেই বিলগুলি এখনও রয়েছে। একটি এখনও বিবেচনা করা হচ্ছে, আর অষ্টম বিলটিতে বেশ কিছু অস্পষ্টতা রয়েছে। তার জন্য রাজ্য সরকারের প্রতিনিধিকে তিনি ডেকে পাঠিয়েছিলেন। তা সত্ত্বেও রাজ্যের তরফে কোনও প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করেনি। রাজ্যপাল বলেন, ‘৮ টি বিল আটকে রাখার অভিযোগ তুলে রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তবে এই অভিযোগ ভুল। কারণ রাজভবনে একটিও বিল আটকে নেই।’ এক্ষেত্রে বিষয়টি সংবিধানের ১৬৭ নম্বর অনুচ্ছেদের কথা মনে করিয়ে দিয়ে রাজ্যপাল আরও বলেন, সে ক্ষেত্রে এই অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য পদক্ষেপ করতে পারত। উল্লেখ্য, ১৬৭ নম্বর অনুচ্ছেদে রাজ্যপালের প্রতি মুখ্যমন্ত্রীর কর্তব্য উল্লেখ রয়েছে। রাজ্যপালের দাবি, সত্য যাচাই না করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে রাজভবনে বিল আটকে রাখা নিয়ে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। আইনজীবী আস্থা শর্মা এই পিটিশন দায়ের করেছেন। তিনি অভিযোগ তুলেছেন, রাজ্যপাল ওই বিলগুলি আটকে রেখে সংবিধানের ২০০ নম্বর বিধি ভঙ্গ করছেন। এটা সংবিধান বিরোধী। প্রসঙ্গত, যে ৮টি বিল রাজ্যপালের কাছে পড়ে রয়েছে সেগুলি হল- পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল, পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (দ্বিতীয় সংশোধনী) বিল, পশ্চিমবঙ্গ পশু এবং মৎসবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল।
Related Posts
সন্দীপ ঘোষের আমলে RG করে কী কী দুর্নীতি হয়েছে? তদন্তে ৩ আইপিএসকে নিয়ে SIT গঠন করল রাজ্য সরকার
সন্দীপ ঘোষের আমলে আরজি কর হাসপাতালে কী কী আর্থিক অনিয়ম হয়েছে? তা খতিয়ে দেখতে চার সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। স্বরাষ্ট্র দফতরের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমির ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ তথা আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বে সেই সিট গঠন করা […]
জুনিয়র ডাক্তারদের ডাকে ফের সাড়া, আজ সন্ধেয় নবান্নে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব
জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, সব দাবি পূরণ না হওয়ায় তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷ কর্মবিরতিও প্রত্যাহার করা হবে না৷ নিজেদের সিদ্ধান্তর কথা ই-মেল করে রাজ্য সরকারকে জানিয়েওছিলেন তাঁরা৷ নতুন করে আলোচনার প্রস্তাবও দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ জুনিয়র চিকিৎসকদেকর পক্ষ থেকে এই ই মেল পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার জবাব দেন মুখ্যসচিব মনোজ পন্থ৷ সেই ই মেলে জুনিয়র চিকিৎসকদের […]
বাগুইআটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মৃত ১
১৫ বছর আগে তৈরি হয়েছিল বাড়ি। কিন্তু, তারমধ্যেই বাড়ির একাধিক জায়গায় দেখা দিয়েছিল ফাটল। তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে এই বাড়িটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। কিন্তু, তার আগেই ঘটে গেল বড়সড় বিপদ। খাটে বসে টিভি দেখার সময় আচমকা কিশোরের ওপর ভেঙে পড়ল তিনতলা বাড়ির ছাদ। তারফলে প্রাণ গেল ওই কিশোরের। মৃত কিশোরের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। […]