সংখ্যালঘু মোর্চার কর্মীরা আমাদের সম্পদ, বিতর্ক থামাতে শুভেন্দুর মন্তব্য ওড়ালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

 দলের বৈঠকে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে তোলপাড় বিজেপি। তাঁর সাফ কথা, সবকা সাথ সবকা বিকাশ চাই না। কোনও কোনও মহলের মতে খোদ প্রধানমন্ত্রীকেই একেবারে চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা। তবে ওই মন্তব্যের পর শুভেন্দু অধিকারীর দাবি, ‘আমি প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশের ভাবনাকে আন্তরিকভাবে সমর্থন করি’। কিন্তু তাতেও বিতর্ক থামছে না। বাধ্য হয়েই এবার ড্যামেড কন্ট্রোলে নামলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য।বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলব না। বলব, যো হামারি সাথ হাম উনকে সাথ। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। নো নিড সংখ্যালঘু মোর্চা’। শুভেন্দুর ওই মন্তব্য নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন,  এব্যাপারে আমাদের স্থান পরিষ্কার। আমরা একসঙ্গে সকলের পাশে সকলের জন্য আছি । আজ মিটিং শুরুর আগে কাজী নজরুল ইসলামের গান দিয়ে শুরু হয়েছে। বিজেপি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য। অনেক নেতা অনেকই প্রস্তাব দেন । উনি ডেলিগেট হিসেবে বলেছেন সেটা । আমাদের পার্টিতেই আছে সংখ্যালঘু মোর্চা। বিজেপি মনে করে সংখ্যালঘু মোর্চার কর্মীরা আমাদের সম্পদ। পার্টি তার নিজের লাইনে চলে। কেউ কিছু বলতেই পারে। সেটার জন্য আমাদের বক্তব্য আমরা বলেছি । এটা প্রস্তাব রাখার জায়গা । সব প্রস্তাব গৃহীত হয় না । উনি তো বাইরে মিডিয়া ডেকে বলেননি । কোনো শোকজ হবে না এমন কোনো ব্যাপার না।অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, কোনও বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না বিজেপি। আমাদের রাজনীতি জাতীয়তাবাদী মুসলিমদের নিয়ে। এদেশ অপবিত্র বলে যারা দেশ ছেড়ে যাননি তাদের জন্য নরেন্দ্র মোদী রয়েছেন। শুভেন্দু অধিকারী আবেগের বশবর্তী হয়েছে বলেছেন। 

error: Content is protected !!