আগামী ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস অনুষ্ঠান অন্যান্যবারের তুলনায় আলাদা মাত্রা যোগ করবে বলে সূত্রের খবর। জাতীয় স্তরের কয়েকজন নেতা আসতে পারেন বলে সূত্রের খবর। তার উপর বঙ্গ বিজেপির দুই সাংসদ যোগ দিতে চাইছেন তৃণমূল কংগ্রেসে। আর সেটা যদি হয় তাহলে বিজেপির কাছে বড় সেটব্যাক হয়ে দাঁড়াবে। আজ বিজেপির শীর্ষ নেতাদের বৈঠক বসেছিল সায়েন্স সিটিতে। পরাজয়ের কারণ পর্যালোচনা করতেই বৈঠক হয়। সেখানে যদি দু’জন বিজেপি সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাহলে এই বৈঠক করার অর্থ নিয়েই প্রশ্ন উঠে যায়। একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চে তাঁরা আসার আগ্রহ প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনেই এই বিষয়টি জানেন। এমনকী ওই দুই সাংসদ সদ্য জিতে আসা লোকসভা নির্বাচনে। এই খবর প্রকাশ্য আসতেই আলোড়ন পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। কারা এই দু’জন সাংসদ? তা খুঁজতে শুরু করেছেন বঙ্গ বিজেপির নেতারা। কিন্তু এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিলে দলবিরোধী আইনের আওতায় পড়ে যাবেন তাঁরা। তাই তাঁদের আপাতত বলা হয়েছে বিজেপিতে থেকে ভিতরের খবর দেওয়ার কাজ করতে। এই বিস্ফোরক তথ্য দিয়ে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তবে এই দু’জন সাংসদ কারা সেটা খোলসা করেননি কুণাল ঘোষ। এবার লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। তাদের ১৮টি আসন থেকে নেমে ১২টিতে পৌঁছে গিয়েছে। তার মধ্যেও যদি ২জন সাংসদ দলবদল করে তাহলে সংখ্যা ১০-এ নেমে যাবে। সূত্রের খবর, বিজেপির কয়েকজন বিধায়ক একুশে জুলাইয়ে এসে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে। আর এই বিষয়ে কুণাল ঘোষ বলেছেন, ‘অনেক বিধায়ক যোগ দিতে চাইছেন। দলের শীর্ষ নেতৃত্ব সেটা দেখছেন। সময় দেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। তারিখ তো অনেক পড়ে আছে।’ লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির ১০ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন বলে বড় দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপির থেকে এসে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছেন অনেকেই। এখন বিজেপির বিধায়ক সংখ্যা কমে ৬৬ হয়েছে। সেটা আরও কমতে পারে। তৃণমূল কংগ্রেসের এখন বিধায়ক সংখ্যা ২২১। সুতরাং স্নায়ুর চাপ বাড়িয়ে দিল বিজেপির। অভিষেক আগে জানিয়ে ছিলেন, ‘বিজেপির এখনও ১০ জন এমএলএ লাইনে দাঁড়িয়ে আছেন। সঠিক সময়ে দরজা খুলব। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি দলটাকে বাংলা থেকে তুলে দেব।’ এবার বিজেপি সাংসদরাও তৃণমূল কংগ্রেসে আসতে চলেছেন বলে দাবি করলেন কুণাল ঘোষ।
Related Posts
আন্দোলন হোক, কিন্তু বিনা চিকিৎসায় মৃত্যু মানা যায় না, অবহেলার কারণে মৃত্যু খুনের সমতুল্য: অভিষেক
বিনা চিকিৎসায় কোন্নগরের ২২ বছরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবরে উদ্বিগ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে যুক্তিযুক্ত ও সমর্থনযোগ্য বলেও, তাঁদের কাছে তিনি আবেদন করেছেন, জুনিয়র ডাক্তাররা যেন এমন পদ্ধতিতে আন্দোলন করেন যাতে, চিকিৎসা পরিষেবার মতো গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন না ঘটে। এভাবে আর কারও প্রাণ যাতে না যায়। শুক্রবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে এই […]
‘নিখোঁজ নন, নবান্ন অভিযানে চক্রান্তের অভিযোগে গ্রেফতার ৪’, শুভেন্দুর দাবি উড়িয়ে স্পষ্ট বার্তা পুলিশের
‘নবান্ন অভিযান’-এর দিন ৪ জন ‘নিখোঁজ’, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও পশ্চিমবঙ্গ পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ‘শান্তিরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গ্রেপ্তার করা হয়েছে ওই ৪ জনকে।’ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, বিজেপি ‘রাজনৈতিক অপপ্রচার’ করেছে। অন্যদিকে, […]
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
সোমবার সাতসকালেই শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। এর ফলে লাইনচ্যুত হয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। যদিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছেন। রেল কর্তৃপক্ষের তরফে যদিও কোনও মন্তব্য এখনও করা হয়নি। যে দুটি ডিভিশনের আওতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে অর্থাৎ পূর্ব রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে জানানো […]