আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার কথা জানিয়ে দিল পূর্ব রেল। আগামী ২০ এবং ২১ জুলাই শিয়ালদা মেইন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানিয়ে দিল রেল। আর তার জেরে সপ্তাহান্তে ভোগান্তি পোহাতে হবে যাত্রীদের। শিয়ালদা ডিভিশনের মেন লাইনে মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ হবে। তাই শনিবার এবং রবিবার একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। এমনকী বদলাচ্ছে কয়েকটি ট্রেনের সময়সূচিও। কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও বদল হচ্ছে বলে খবর মিলেছে। এদিকে রেল সূত্রে খবর, রেললাইন সংস্কারের কাজের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে সপ্তাহান্তে আবার দুর্ভোগের আশঙ্কা থাকছে। বাতিলের তালিকায় আছে, আপ ৩৭৫৫৭ নৈহাটি–ব্যান্ডেল লোকাল, ডাউন ৩৭৫৫৮ নৈহাটি–ব্যান্ডেল লোকাল, আপ ৩১৫৪১ শিয়ালদা–শান্তিপুর লোকাল, ডাউন ৩১৫৪০ শিয়ালদা–শান্তিপুর লোকাল, আপ ৩১৬৩১ শিয়ালদা–রানাঘাট লোকাল, ডাউন ৩১৬৩৬ শিয়ালদা–রানাঘাট লোকাল এবং ডাউন ৩১১৯২ কল্যাণী সীমান্ত–নৈহাটি লোকাল। আগামী শনিবার এই ট্রেনগুলি বাতিল থাকছে। অন্যদিকে রবিবার ২১ জুলাই বাতিল থাকবে— নৈহাটি–ব্যান্ডেল: আপ ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫, ৩৭৫২৭ এবং নৈহাটি–ব্যান্ডেল: ডাউন ৩৭৫২২, ৩৭৫২৪, ৩৭৫২৬ এবং ৩৭৫২৮। শিয়ালদা–কৃষ্ণনগর: আপ ৩১৮১১, ৩১৮১৩ এবং ডাউন ৩১৮১২, ৩১৮১৪। শিয়ালদহ–শান্তিপুর: আপ ৩১৫১১, ৩১৫১৩ এবং ডাউন ৩১৫১৪, ৩১৫১৬। শিয়ালদা–রানাঘাট: আপ ৩১৬১১ এবং ডাউন ৩১৬১৪। নৈহাটি–কল্যাণী সীমান্ত: আপ ৩১১৯১। শিয়ালদা–কল্যাণী: আপ ৩১৩১১, ৩১৩১৩ এবং ডাউন ৩১৩১৪, ৩১৩১৬ ও রানাঘাট–নৈহাটি: আপ ৩১৭১১ ডাউন ৩১৭১২। এছাড়া রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ জুলাই ৩১৩৪১ শিয়ালদা–কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের বদলে নৈহাটি স্টেশনে শেষ হবে। ২১ জুলাই রবিবার ৩১৩১২ কল্যাণী সীমান্ত–শিয়ালদা লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনের বদলে নৈহাটি থেকে ছাড়বে। এই লোকাল ট্রেনগুলি বাতিলে যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। রাত পোহালেই মানুষজন আসতে শুরু করবে ২১ জুলাইয়ের সমাবেশে। তৃণমূল কংগ্রেসের সমাবেশ রয়েছে ২১ জুলাই। তাই বাড়তি ট্রেনের প্রয়োজন ছিল। সেখানে লোকাল ট্রেন বাতিল থাকায় সমস্যা দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
Related Posts
ভোটে ‘নিষ্ক্রিয়’ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার বার্তা অভিষেকের
আজ একুশের মঞ্চ থেকেই ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, “২০২৬ সালের ভোটে ২০২১ এবং ২০২৪ সালের ভোটের ফলকে পেরিয়ে যেতে হবে।“ অভিষেকের কথায়, যাঁরা পুরসভা বা পঞ্চায়েতের দায়িত্বে আছেন, তাঁদের শুধু নিজের কথা ভাবলে চলবে না। কর্মীদের কথা ভাবতে হবে। এদিন দলীয় […]
এবার বিধাননগরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ
জেলায়-জেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ উঠছিল। এবারের ঘটনাস্থল বিধান নগর। সেখানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি শিকার তিনজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজকে উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ।জানা গিয়েছে, তিনজন ব্যক্তির মধ্যে একজন ওই এলাকায় ঢুকে যায়। তাঁদের মধ্যে একজন বৃদ্ধ ছিল বলে খবর। এলাকাবাসী তাদের দেখে অনুমান করে তারা হয়ত ছেলেধরা। এরপরই চড়াও […]
শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য, মরদেহ পৌঁছল আলিমুদ্দিনে, শ্রদ্ধা জানালেন বাম নেতা-কর্মীরা
প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিধানসভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আনা হল আলিমুদ্দিনে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় দীনেশ মজুমদার ভবনে। আলিমুদ্দিনে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন বাম নেতা, কর্মী সমর্থকেরা। শ্রদ্ধা জানালেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক নেতারা। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রকাশ […]