লোকসভা নির্বাচন মিটে গিয়েছে। ভরাডুবি হয়েছে বিজেপির। এখন কোণঠাসা অবস্থা বিরোধী দলনেতার। এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আবার ‘চোর’ স্লোগান শুনতে হল। আর তার জেরে মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার নদিয়ার গাংনাপুরে স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। তাঁকে ঘিরে ওঠে ‘চোর’ স্লোগান। তখনই মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে ছুটে যান গ্রামবাসীদের দিকে। আর গ্রামবাসীদের লক্ষ্য করে জুতো দেখান তিনি। যা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের শোভা পায় না। এই নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। আজ, শুক্রবার রানাঘাট দক্ষিণ বিধানসভার অর্ন্তগত গাংনাপুর এলাকায় আসেন শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনের পরাজয়ের পাশাপাশি এখানের বিধানসভায় সদ্য শেষ হওয়া উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার হয়। তারপর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ তুলেছেন কর্মীরা। তাই ‘আক্রান্ত’ কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। এই কাজ শেষ করে ফিরে আসার সময় স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের বিধায়ক। ওঠে ‘চোর চোর’ স্লোগান। সেটা কানে যেতেই মেজাজ হারান শুভেন্দু। স্থানীয় গ্রামবাসীদের দিকে তেড়ে যান শুভেন্দু অধিকারী। এমনকী ভিড়ের দিকে জুতো দেখান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তখন পুলিশের ঘেরাটোপে এলাকা ছাড়েন তিনি। একুশের নির্বাচন থেকে পরাজয় দেখতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। তারপর পুরসভার নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, উপনির্বাচন এবং লোকসভা নির্বাচনে বিজেপির শুধুই শক্তি ক্ষয় হয়েছে। দলের অন্দরে শুভেন্দুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর সদ্য মুসলিম বিরোধী মন্তব্য করে ঘরে–বাইরে কোণঠাসা হয়েছেন তিনি। এমন আবহে ‘চোর’ ‘চোর’ স্লোগান শুনতে হওয়ায় মেজাজ হারিয়ে ফেললেন তিনি। তার জেরে গ্রামবাসীদের দিকে লেখার অযোগ্য ভাষা উচ্চারণ করতে শোনা যায় শুভেন্দুকে। যা নিয়ে এখন উত্তপ্ত হয়ে উঠেছে আবহাওয়া। এলাকা ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি।
Related Posts
কোচবিহারে পরাজিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক, ৩৯ হাজার ২৫০ ভোটে জয়ী তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ আত্মবিশ্বাসী ছিলেন জয়ের ব্যাপারে। কিন্তু তৃণমূলের সাংগঠনিক শক্তিই জয় নিশ্চিত করল জগদীশের। হাইভোল্টেজ লড়াইয়ে কোচবিহার লোকসভায় জয়ী জগদীশচন্দ্র বসুনিয়া। তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া পেয়েছেন ৭৮৮৩৭৫ ভোট। বিজেপির নিশীথ প্রামাণিক পেয়েছেন ৭৪৯১২৫। ৩৯২৫০ ভোটে জিতেছে তৃণমূল। কোচবিহার লোকসভা নির্বাচনের এই ফল বিজেপির কাছে অপপ্রত্যাশিত। কেন না, এই লোকসভা কেন্দ্রের সাতটি […]
‘আমার জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়’! মোদির মন্তব্যে পালটা দিলেন মমতা, বললেন, আমাদের তো মা-বাবা আছে
লোকসভা নির্বাচনের মাঝে নিজের জন্মবৃত্তান্তের কথা প্রকাশ্যে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে […]
কৃষ্ণনগরের জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র
‘বহিষ্কার’ যেন ফিরল ‘পুরস্কার’ হয়ে! সংসদে ফিরছেন মহুয়া মৈত্র। লোকসভা ভোটে জয়ী মহুয়া মৈত্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আবারও সাংসদ হলেন তিনি। হারালেন কৃষ্ণনগরের রাজবধূ অমৃতা রায়কে। তবে কত ভোটে মহুয়ার এই জয়, সেই রিপোর্ট এখনও হাতে আসেনি। ভোটের মুখে নানাভাবে জটিলতার মুখে পড়তে হয়েছিল মহুয়াকে। প্রথমে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। সাংঘাতিক অভিযোগ তুলে […]