চাকরির মেয়াদ ৫ বছর বাকি থাকতেই আচমকা পদত্যাগ UPSC চেয়ারম্যানের, পূজা খেদকার কাণ্ডের মধ্যেই সিদ্ধান্ত!

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন মনোজ সোনি। এখনও এই পদে ৫ বছর মেয়াদ বাকি ছিল মনোজ সোনির। তবে আজ আচমকাই তিনি সরে দাঁড়ালেন পদ থেকে। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত সমস্যা’র কথা উল্লেখ করেছেন মনোজ সোনি। শিক্ষানবিশ আমলা পূজা খেদকারকে ঘিরে বিতর্কের মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তবে সেই বিতর্কের সঙ্গে যে মনোজ সোনির পদত্যাগের কোনও সম্পর্ক নেই, সেই দাবি করেছে মনোজ সোনির ঘনিষ্ঠ মহলের ।রিপোর্ট অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগেই মনোজ সোনি নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। তবে সেই পদত্যাগের আবেদন এখনও গ্রহণ করা হয়নি। উল্লেখ্য, ২০১৭ সালে মনোজকে ইউপিএসসি সদস্য করেছিল সরকার। ২০২৩-এ ইউপিএসসি-র চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ। এই পদে তাঁর চাকরির মেয়াদ ৬ বছর থাকার কথা ছিল। ২০২৯ সাল পর্যন্ত এই চাকরি থাকলেও তিনি ২০২৪ সালেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করে আবেদন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। অবশ্য কবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন তা এখনও স্পষ্ট নয়। 

error: Content is protected !!