প্রবল বৃষ্টিতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় কেদারনাথে৷ এবার গৌরীকুণ্ডের কাছে ভূমিধস নেমে মৃত্যু হল ৩ পুণ্যার্থীর৷ আহত কমপক্ষে ৮ জন৷ কেদারনাথ দর্শন করে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা৷ সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রের খবর৷ ওই পুণ্যার্থীরা রবিবার সকাল সকালই গৌরীকুণ্ড থেকে ফেরার যাত্রা শুরু করেছিলেন৷ চারবাসা এলাকার কাছে হঠাৎ করেই তাঁদের উপরে নেমে আসে ভূমিধস৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়৷ উদ্ধারকারী দল খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দেন৷ দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়৷ তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ মৃতদের মধ্যে ২ জন মহারাষ্ট্রের বাসিন্দা একজন উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের৷ মৃতেরা হলেন, মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা কিশোর অরুণ পারাটে (৩১), জালনার বাসিন্দা সুনীল মহাদেব কালে (২৪) এবং রুদ্রপ্রয়াগের তিলওয়াড়ার বাসিন্দা অনুরাগ বিস্ত৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুরস্ক সিং ধামি ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন৷ মৃত ও আহতদের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা৷
Related Posts
ইডির নতুন অধিকর্তা হচ্ছেন রাহুল নবীন
ইডির পরবর্তী অধিকর্তা হচ্ছেন রাহুল নবীন । বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ইডির শীর্ষ পদে ১৯৯৩ ব্যাচের আইআরএস অফিসার নবীনের নাম ঘোষণা করা হয়। গত সেপ্টেম্বর থেকে তিনি ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা ছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর ইডির অধিকর্তা পদে সঞ্জয়কুমার মিশ্রেয় মেয়াদ শেষ হয়েছিল। ২০২০ সালে নভেম্বরে ইডির ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছিল সঞ্জয়কে। এর […]
ফের অশান্ত বিজেপি শাসিত মণিপুর, চলল গুলি, নিহত মহিলা সহ ২ জন
ফের অশান্ত মণিপুর। রবিবার ইম্ফল ওয়েস্টের কৌতরুকে দুষ্কৃতীদের গুলিচালনায় প্রাণ গেল নাগাংবাম সুরবালা দেবী নামে ৩১ বছরের এক মহিলার। গুলিতে জখম দেবীর মেয়ে, বছর তিরিশের এক পুলিশ অফিসার এন রবার্ট-সহ মোট ৯ জন। রাতের দিকে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। ঘটনার সূত্রপাত রবিবার দুপুর আড়াইটে নাগাদ। মেইতেই অধ্যুষিত ইম্ফল ওয়েস্ট এবং কুকি অধ্যুষিত কাঙ্গপোকপির […]
আইআইটি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ মামলায় ৩ অভিযুক্তর মধ্যে ২জন দুই বিজেপি সদস্যের জামিন, ফুল দিয়ে বরণ
আর জি করের ঘটনা নিয়ে তোলপাড় সারা দেশ। ন্যায় বিচারের দাবিতে চলছে আন্দোলন। এরইমধ্যে আইআইটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ) ক্যাম্পাসে এক ছাত্রীকে গণধর্ষণ মামলায় তিন অভিযুক্তর মধ্যে দু’জন জামিন পেয়ে গিয়েছে। অভিযুক্তরা প্রত্যেকেই বিজেপির আইটি সেলের সদস্য। জেলের বাইরে বেরোনোর পর এই দুই গুণধরকে ফুল-মালা দিয়ে রীতিমতো বরণও করা হয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। […]