২০২১ সালে একুশে জুলাইয়ের সমাবেশের পর দিনই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির চালায় ইডি। গ্রেফতার করা হয় পার্থকে। ২বছর পরে রবিবার এখুশের মঞ্চ থেকে সেই প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্ব অভিযোগ তুলে ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোজাসোজি প্রশ্ন ছুড়ে দিয়ে অভিষেক বলেন, যদি এসএসসি-র জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যারে বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে ধরা হয়, তাহলে দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারির NEET-এর জন্য কেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে তল্লাশি চালানো হবে না? কেন তিনি গ্রেফতার হবেন না? এই বৈষম্য কেন! অভিষেকের কথায়, কেউ দোষ করলেন, অন্যায় করলে আইন আইনের পথে চলবে। তাঁর শাস্তি হবে। কিন্তু যদি এসএসসি নিয়ে অভিযোগ ওঠায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে জেলে ভরে রাখা হয়, তাহলে, কেন কেন্দ্রীয় মন্ত্রীকে নিট কেলেঙ্কারির জন্য গ্রেফতার করা হবে না! কেন্দ্রীয় এজেন্সি এই রাজনৈতিক দ্বিচারিতা করবে কেন- তোপ দাগেন অভিষেক। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এজেন্সিরাজের অভিযোগ তুলে এদিন সভা মঞ্চ থেকে একের পর এক তোপ দাগেন অভিষেক। তাঁর কথায়, বিজেপি ভেবেছিল ইডি-সিবিআই দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলকে হারাবে। কিন্তু তৃণমূলের কাছে মানুষের জোর আছে। বিজেপি কাছে সব আছে- মিডিয়া, ইডি-সিবিআই, বিচারব্যবস্থার একাংশ, ক্ষমতা। সেইসব কাজে লাগিয়ে বাংলাকে ছোট করেছিল। কিন্তু বাংলার মানুষ তাদের জবাব দিয়েছে। অভিষেক জানান, কীভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে এজেন্সি দিয়ে হেনস্থা করা হয়েছিল। কিন্তু তিনি ফের জানিয়ে দেন মাথা কেটে দিলেও তিনি ঝুঁকবে না।
Related Posts
‘মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে তবেই উঠবে কর্মবিরতি’, অবস্থান মঞ্চে ফিরে ঘোষণা জুনিয়ার ডাক্তারদের
বিক্ষোভস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়ার ডাক্তারদের প্রতিনিধি বলেন, “আন্দোলনকারীদের কাছে নতস্বীকার করল রাজ্য সরকার। ৩৮ দিন পর আমাদের জয়। এই জয় সাধারণ মানুষ, চিকিৎসক, নার্স সকলের। সবাই মিলে পাশে না থাকলে এই জয় সম্ভব ছিল না। আমাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।” তিনি আরও বলেন, “আশ্বাস বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা ধরনা বিক্ষোভ নিয়ে কোনও […]
তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির তদন্তে থাকা পুলিশ অফিসারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপাল সিভি আনন্দ বোসের
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলস ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের অপসারণ চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডের তদন্তের দায়িত্বে আছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কেন্দ্রের কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে চিঠি লিখে ইন্দিরা এবং বিনীত গোয়েলের অপসারণে দাবি জানান রাজ্যপাল। প্রসঙ্গত, সংবিধানের ৩৬১ অনুচ্ছেদ অনুযায়ী, আইনি রক্ষাকবচ পেয়ে থাকেন […]
ধর্ষণ-বিরোধী ‘অপরাজিতা’ বিল পাস বিধানসভায়, ‘প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি, আমরা ইতিহাস গড়লাম’, বললেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল পেশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। অপরাজিতা বিল প্রসঙ্গে মমতা বললেন, ‘‘এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা পারলাম। করে দেখালাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’’ বিরোধীদের বললেন, ‘‘আমাকে কটু কথা বললে আমার কিচ্ছু যায়-আসে না। আপনারা যা বলছেন বলুন। কিন্তু বাংলা মা-কে বদনাম করবেন না। […]