মহিলারা সম্পত্তি কিনলে স্ট্য়াম্প ডিউটি কম, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

২০২৪-২৫ বাজেট ২৩ জুলাই সংসদে পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদি ৩.০ সরকারের এইটিই প্রথম বাজেট। এই নিয়ে সংসদে সপ্তমবার বাজেট পেশ করেন নির্মলা। এবারের বাজেটে মহিলা শ্রমশক্তির দিকে নজর দিয়ে নির্মলা সীতারামন ঘোষণা করেন,’ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে বিশেষ উদ্যোগ। হস্টেল তৈরি করবে সরকার, মহিলাদের দক্ষতা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হবে। বাজেট বক্তৃতায় জানালেন নির্মলা সীতারামন। এছাড়া মহিলারা সম্পত্তি কিনলে কম লাগবে স্ট্য়াম্প ডিউটি।

error: Content is protected !!