রাস্তায় হঠাত্-ই ভেঙে পড়ল তোরণ! গুরুতর জখম ২। আহতেরা ভর্তি এসএসকেএমে। দুর্ঘটনা ঘটল আলিপুরের ধনধান্যে অডিটোরিয়ামে। বুধবার ২৪ জুলাই। উত্তমকুমারের মৃত্যুদিন। মহানায়কের মৃত্যুবার্ষিকীতে আলিপুরের ধনধান্য়ে অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে আয়োজন করেছে রাজ্য সরকার। নাম, ‘উত্তম কুমার স্মরণে’। সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এদিকে এই অনুষ্ঠানে উপলক্ষ্যে অডিটোরিয়ামে প্রবেশপথে লাগানো হয়েছিল তোরণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখন অডিটোরিয়ামে বাইরে তখন দাঁড়িয়েছিলেন অনেকেই। বিকেলে দমকা হাওয়া ভেঙে পড়ে তোরণটি। চাপা পড়েন কমপক্ষে ২০ থেকে ২৫ জন। সকলেই অল্প-বিস্তর চোট পেয়েছেন। তবে দু’জনের আঘাত গুরুতর। একজনের মাথায় আঘাত লেগেছে বলে খবর। সূত্রে খবর, যে দু’জন আহত হয়েছেন, তাঁরা লোকশিল্পী। দক্ষিণ ২৪ পরগনা থেকে অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন তাঁরা। এরপর অডিটোরিয়ামে সমস্ত তোরণ ও ফ্লেক্স খুলে ফেলা হল।
Related Posts
আর জি কর কাণ্ডের তদন্তে কলকাতায় সিবিআইয়ের বিশেষ দল, সঙ্গে ফরেনসিক টিমও
শহরে পৌঁছল সিবিআইয়ের বিশেষ টিম। আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় তদন্ত ভার মঙ্গলবারই দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। বুধবার সকালেই কলকাতায় এসে পৌঁছল সিবিআইয়ের টিম। সঙ্গে সিবিআইয়ের নিজস্ব ফরেনসিক দলও হাজির কলকাতায়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ারকে বুধবারই নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই। ধৃতকে হেফাজতে নেওয়ার জন্য […]
‘লালবাজারের সামনে থেকে অবস্থান তুললেও আন্দোলন চলবে’, সিপির সঙ্গে সাক্ষাতের পর জানালেন চিকিৎসকরা
টানা ২০ ঘণ্টার অবস্থান বিক্ষোভের শেষে লালবাজারে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করলেন জুনিয়র চিকিৎসকরা। প্রায় দেড় ঘণ্টার আলোচনার শেষে লালবাজার থেকে বেরিয়ে আসেন জুনিয়র চিকিৎসকদের ২২ জনের প্রতিনিধি দলের সদস্যরা। সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তাঁকেই ডেপুটেশন জমা দেওয়া হয়। লালবাজার থেকে বেরিয়ে অনিকেত মাহাতো নামে এক আন্দোলনকারী চিকিৎসক জানান, ‘আমরা প্রায় দেড় ঘণ্টা […]
এবার ১০ ডব্লিউবিসিএস আধিকারিককে আইএএস পদমর্যাদা রাজ্যের
এবার ১০ জন ডব্লিউবিসিএস আধিকারিককে আইএএস পদমর্যাদায় উন্নীত করল রাজ্য সরকার। কেন্দ্রের ছাড়পত্র পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জানানো হয়েছে। আইএএস হিসাবে পদোন্নতি পেয়েছেন রাজ্য ভিজিল্যান্স কমিশনের বিশেষ সচিব শ্রীকৃষ্ণকান্ত সিংহ, স্বরাষ্ট্র ও পর্বতাঞ্চল বিষয়ক দফতরের তিন বিশেষ সচিব অমিতাভ সেনগুপ্ত, জিতেন্দ্র রায় […]