ট্রেনের মধ্যে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। জিআরপিতে অভিযোগ দায়ের পরিবারে। নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির ছাত্রী তিনি। সুভাষগ্রামে টিউশনি পড়ে ট্রেন ধরে শিয়ালদহ আসছিল বাড়ির উদ্দেশ্যে। ওই একি ট্রেনে অন্য বগিতে ছাত্রীর বাবা মাও থাকে। এবং পার্কসার্কাসের কাছে ওই ছাত্রীকে এক যুবক শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এমনকী অভিযুক্ত তাঁর ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা হয় বলে অভিযোগ। এরপর ওই ছাত্রী শিয়ালদহ স্টেশনে তাঁর বাবা মাকে বিষয়টি জানায়। তাঁরা সঙ্গে সঙ্গে শিয়ালদহ জিআরপিতে অভিযোগ দায়ের করে বলে জানান। অভিযোগের ভিত্তিতে রেলের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। অন্যদিকে, বৃহস্পতিবার রাতে মেচেদা স্টেশনে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। জানা গিয়েছে, রাতে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন এক কলেজ ছাত্রী। রেলের ফুটওভার ব্রিজের উপর তাঁর উপর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। শুধু তাই নয়, মেয়েকে বাঁচাতে এসে আক্রান্ত হয় তাঁর মা-ও। তাঁদের অভিযোগ চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এমনকি খুঁজে পাওয়া যায়নি আরপিএফ, জিআরপিকেও। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। রাতের ট্রেনে বাড়ি ফেরা মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Related Posts
তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির তদন্তে থাকা পুলিশ অফিসারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপাল সিভি আনন্দ বোসের
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলস ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের অপসারণ চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডের তদন্তের দায়িত্বে আছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কেন্দ্রের কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে চিঠি লিখে ইন্দিরা এবং বিনীত গোয়েলের অপসারণে দাবি জানান রাজ্যপাল। প্রসঙ্গত, সংবিধানের ৩৬১ অনুচ্ছেদ অনুযায়ী, আইনি রক্ষাকবচ পেয়ে থাকেন […]
ফের বৈঠকে বসতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে ইমেল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের
রাজ্য সরকারের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন বলে বুধবার সকালেই মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা। সেই ইমেলে তাঁরা উল্লেখ করেছেন, তাঁদের দাবির কয়েকটি জায়গা এখনও সমাধান হয়নি। সেই দাবি সমাধানের আশাতেই ইমেল করলেন আন্দোলনকারীরা। রাজ্য সরকারের তরফে উত্তরের আশায় তাঁরা। তবে এখনই উঠছে না কর্মবিরতি। আন্দোলনকারীদের পাঠানো ইমেলে মূলত দুটি বিষয়ের উপর জোর দেওয়া […]
রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল মানস, চন্দ্রিমা, বাবুলের, কারা দফতর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী
রাজ্য মন্ত্রিসভার রদবদল। দায়িত্ব বাড়ল মানস ভুঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য ও বাবুল সুপ্রিয়ের। দফতর বদলে গেল গোলাম রব্বানী। পরিবেশ দফতর থেকে সরিয়ে এবার তাঁকে দায়িত্ব দেওয়া হল অপ্রচলিত শক্তি দফতরের। শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুল সুপ্রিয়কে ৷ সেক্ষেত্রে দায়িত্ব বাড়ল তাঁরও। তাৎপর্যপূর্ণভাবে সদ্য মন্ত্রিত্ব হারানো অখিল গিরির কারামন্ত্রীর দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। […]