বক্তব্য রাখতে শুরু করার পাঁচ মিনিটের মধ্যেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে৷ এই অভিযোগ তুলেই নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়৷ নীতি আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরিয়ে আসা নিয়ে চাপানউতর চলছেই। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মন্তব্যের পরে পাল্টা প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ওই ৩-৪ মিনিট এর মধ্যা যা বলার বলেছি। বাংলার বঞ্চনার কথা বলেছি। সবার কথা বলেছি। আপনারা তো শুধু ছবি লাগান আর নির্দেশ দেন। কাজ তো রাজ্যকে করতে হয়। রাজ্যগুলোকে পঙ্গু করে দেন”। সেই সঙ্গে তিনি জানান, রাস্তা, আবাস যোজনা, ১০০ দিনের কাজের প্রসঙ্গও তুলেছেন নীতি আয়োগের বৈঠকে। সেই সঙ্গে উত্তরবঙ্গ প্রসঙ্গ নিয়েও এবার সরব মমতা। তিনি বলেন, “ইন্দো-ভুটান রিভার কমিশনের কথা বলেছি। উত্তরবঙ্গ নিয়ে এটা হওয়া উচিত। তিস্তার জল চলে গেলে পানীয় জল পাবে না উত্তরবঙ্গ। তিস্তার জল বাংলাদেশে চলে গেলে গ্রীষ্মকালে, শীতকালে উত্তরবঙ্গের মানুষ কী পাবে?” রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ফরাক্কা চুক্তির পুনর্নবিকরণ করা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী। বলতে দেওয়ার সময় প্রসঙ্গে তিনি বলেন, “দেখছিলাম বারবার বেল বাজাচ্ছিলেন। কেউ ১৫- ১৬ মিনিট বলেছে। আমার যখন পাঁচ মিনিট হল স্টপ স্টপ হয়ে গেল”। সেই সঙ্গে তাঁর আরও অভিযোগ, “রাজনাথ সিং বলেছিলেন পাঁচ থেকে সাত মিনিট সময় পাব৷ কিন্তু আমাকে তো সাত মিনিটও সময় দেওয়া হল না৷ আমি বেরিয়ে চলে এসেছি৷ বার বার বেল বাজালে কী বোঝায় অপমান করা ছাড়া!” কলকাতায় ফিরে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, “এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে৷ নিজেদের মুখ রক্ষা করতে এসব বলছে৷ বিরোধীদের অপমান করতে ইচ্ছাকৃত ভাবে এসব করেছে”৷ নীতি আয়োগের বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, বক্তব্য শুরুর পাঁচ মিনিটের মাথায় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়৷ পরে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি৷ শুধু ঘড়িতে দেখানো হয়েছিল যে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করা সময় শেষ হয়ে গিয়েছে৷
Related Posts
কোভিশিল্ড টিকা বিতর্কে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কোভিশিল্ড টিকা বিতর্কে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে ভারতে অ্যাস্ট্রাজেনেকা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কোভিশিল্ড প্রতিষেধক বানানোর দায়িত্বে থাকা সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, ২০২১-এর ডিসেম্বরের পরে কোভিশিল্ড টিকার চাহিদার অতিরিক্ত উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। একই সঙ্গে সংস্থা জানিয়েছে, ওই টিকা ব্যবহারে টিকাগ্রাহকদের শরীরে কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তা টিকার ভায়ালে স্পষ্ট ভাবে লেখা […]
মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বাতিল একাধিক ফ্লাইট-ট্রেন, বন্ধ স্কুল-কলেজ, ‘লাল সতর্কতা’ জারি করল আবহাওয়া দপ্তর
একটানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই। রেকর্ড বৃষ্টিতে কার্যত জলের নিচে বাণিজ্য নগরী। সোমের পর মঙ্গলবারেও অব্যাহত বৃষ্টি। মুম্বই, থানে, নবি মুম্বই, পনভেল, রত্নগিরি-সিন্ধুদুর্গ অঞ্চলে ‘লাল সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। ফলে বাড়ছে উদ্বেগ। ১২ জুলাই পর্যন্ত দুর্যোগ চলবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় শর্ট সার্কিট হয়ে এক ৭২ বছরের বৃদ্ধা প্রাণ […]
প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদন খারিজ করে দিল ঝাড়খণ্ড হাইকোর্ট
প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদন খারিজ করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। ইডি-র গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে তাঁর আবেদন ঝাড়খণ্ড হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এ রিট আবেদনের ওপর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে হাইকোর্ট ২৮ ফেব্রুয়ারি রায় সংরক্ষণ করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এস. বিচারপতি চন্দ্রশেখর ও বিচারপতি নবনীত কুমারের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। হেমন্ত সোরেনের পক্ষে যুক্তি […]