নিরাপত্তার গাফিলতিতে কারণে আরও ১৩টি কোচিং সেন্টার সিল করে দিল দিল্লি প্রশাসন ৷ এই তালিকায় আছে আইএএস গুরুকুল, চাহাল অ্যাকাডেমি, প্লুটাস অ্যাকাডেমি এবং আরও বেশ কয়েকটি। এই সমস্ত কোচিং সেন্টারগুলি বেসমেন্টে তাদের শিক্ষা সংক্রান্ত কাজকর্ম চালাচ্ছিল ৷ পুরপ্রশাসনের সেগুলি নজরে আসার পরেই সিল করে দেওয়া হয়েছে কোচিং সেন্টারগুলি ৷ দিল্লিতে রাজেন্দ্র নগরে ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন পডুয়ার মৃ্ত্যুর ঘটনা সামনে আসতেই তৎপর হয় প্রশাসন ৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসমেন্টগুলি পার্কিং এবং স্টোরেজের অনুমোদন ছিল ৷ সেই নিয়ম অমান্য করেই শিক্ষার কাজেও ব্যবহার করা হচ্ছিল বেসমেন্টগুলি ৷ নিয়ম ভাঙার কারণেই সিল করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কোচিং সেন্টারগুলি ৷ এপ্রসঙ্গেই এমসিডি-র অতিরিক্ত কমিশনার তারিক থমাস বলেন, “রাজেন্দ্র নগরের ঘটনার পর আমরা একাধিক কোচিং সেন্টারে পরিদর্শনে যাই ৷ দেখা যায়, সেগুলিও অবৈধভাবে চলছে ৷ বেসমেন্টটিকেও শিক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে ৷ সেই সমস্ত কোচিং সেন্টারগুলির বেসমেন্ট সিল করে দেওয়া হচ্ছে ৷ তবে রাজেন্দ্র নগরে ইউপিএসসি কোচিং জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে সেটার তদন্ত শুরু হয়েছে ৷ দোষীদের শাস্তি হবে ৷”
Related Posts
আজই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষদিন, না করলেই জরিমানা!
আজই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষদিন ৷ ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, বুধবার । যদিও, করদাতাদের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে বলে জল্পনা রয়েছে ৷ তবে আয়কর দফতরের তরফে এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত মেলেনি । গত বছরও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা না বাড়ানোয় বিপুল সংখ্যক করদাতা সমস্যায় […]
মুম্বইয়ের থানের কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬, আহত ৫৬
আজ বৃহস্পতিবার দুপুরে থানের এই কেমিক্যাল কারখানায় একটি বয়লার ফেটে যায়। জানা যাচ্ছে এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত ৫৬। সূত্রের খবর সেখান থেকেই হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ১৫টি দমকলের ইঞ্জিন। যদিও শেষ পাও খবর অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকলের তরফে খবর, এই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। হঠাৎ […]
আবগারী দুর্নীতি মামলায় ৩ দিনের সিবিআই হেফাজত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের
আবগারী দুর্নীতি মামলায় তিন দিনের সিবিআই হেফাজতে অরবিন্দ কেজরিওয়াল। এই মামলায় তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হতেই তাঁকে সিবিআইয়ের ৩ দিনের হেফাজতে পাঠানো হয়। এদিকে, সিবিআই ইস্যুতে অরবিন্দ কেজরিওয়াল মুখ খোলেন। অরবিন্দ কেজরিওয়াল বলেন, তিনি মণীশ সিসোদিয়াকে কোনও দিনওই দোষারোপ করেননি, সিবিআই যা বলছে, তা শিরোনামে থাকতে বলছে। বিচারপতি রাওয়াত তদন্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করার পরে […]