কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিতে এবার সংসদে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদে বাংলায় আবাস যোজনা ও একশোর দিনের কাজে বরাদ্দ নিয়ে শ্বেতপ্রকাশ দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা। শেষপর্যন্ত অধিবেশন থেকে ওয়াকআউট করেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যসভায় যেদিন বাজেট পরিবেশন করা হয়, তখন বলছিলেন, ১০ বছর ধরে বাংলার আমরা হাজার হাজার কোটি টাকা দিয়েছি। বাংলার সরকার সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারমণকে করেছিলাম সেদিনে যে, ২০২১ বাংলার মুখ থুবড়ে পড়ার পরে, বাংলার হারার পরে আপনি আবাস যোজনায় এবং একশো দিনের কাজে কত টাকা বাংলাকে দিয়েছেন, শ্বেতপত্র প্রকাশ করে ঘোষণা করুন। ধারাবাহিক ভাবে রাজ্যসভায় ও লোকসভা মিথ্যা কথা বলে এসেছেন। বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন’। উল্লেখ্য, বাজেটে কোনও রাজ্যকেই আর্থিক বরাদ্দ থেকে বঞ্চিত করা হয়নি৷ পক্ষপাতমূলক বাজেটের যে অভিযোগ বিরোধীরা একযোগে করছিলেন, তাকে প্রত্যাখ্যান করে এ দিন সংসদে এমনই দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ বিরোধীরা যে অভিযোগ করছে, তা বিভ্রান্তিকর বলেও এ দিন জবাবি ভাষণ দিতে গিয়ে দাবি করেছেন নির্মলা৷ যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই দাবিকে অসত্য বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেকের পাল্টা প্রশ্ন, ২০২১-এ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বাংলার জন্য মনরেগা এবং আবাস যোজনার মতো প্রকল্পে কেন্দ্র কত টাকা বরাদ্দ করেছে, সেই শ্বেতপত্র কেন প্রকাশ করছে না বিজেপি? বিরোধীদের অভিযোগ ছিল, বিহার এবং অন্ধ্রপ্রদেশ ছাড়া অন্য আর কোনও রাজ্যের নামই বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রীর মুখে কার্যত শোনা যায়নি৷ নির্মলা এ দিন পাল্টা প্রশ্ন তোলেন, বাজেট বক্তৃতায় কোনও রাজ্যের নাম শোনা না যাওয়ার মানেই কি সেই রাজ্যকে অর্থ বরাদ্দ করা হয়নি? নির্মলা বলেন, ‘২০০৪-০৫ সালের বাজেট বক্তৃতায় ১৭টি রাজ্যের নাম নেওয়া হয়নি৷ তার অর্থ কি ইউপিএ সরকার ওই ১৭টি রাজ্যকে কোনও অর্থ বরাদ্দ করেনি?’ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জবাব দিয়ে এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য পাল্টা লিখেছেন, ‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী জবাবি ভাষণে প্রায় ১০০ মিনিট ধরে একশোর উপরে মিথ্যে বললেন৷ কিন্তু একবারও বাংলার বঞ্চনা নিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন না৷ কেন্দ্রীয় সরকার সংসদে দাবি করেছে কোনও রাজ্যকেই বঞ্চনা করা হয়নি৷ কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বাংলার জন্য মনরেগা এবং আবাস প্রকল্পে কত টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, ১৩৮ দিন এবং ৩৩১৯ ঘণ্টা অতিক্রান্ত হলেও সেই শ্বেতপত্র প্রকাশ করতে ব্যর্থ বিজেপি নেতৃত্ব৷’ এ দিন সংসদে বক্তব্য রাখতে গিয়েও বাংলার জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক৷ পাশাপাশি নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বক্তব্য রাখার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হল না, সেই অভিযোগ তুলেও আজ সংসদে সরব হন অভিষেক৷
Related Posts
বিয়ের মেনুতে মাছ নেই কেন? কনেকে কষিয়ে চড় পাত্রের, উত্তরপ্রদেশে বরযাত্রীদের তাণ্ডবে আহত ৬
বর-কনের মালাবদলের সময়েও হইহই। ডিনারের সময়েই বদলে গেল বিয়েবাড়ির চেহারা। লাথি, ঘুষি, থাপ্পড়ে তুলকালাম পরিস্থিতি। কারণ? বিয়েবাড়ির মেনুতে শুধুই নিরামিষ পদ ছিল। মাছ-মাংস না থাকায় কনের বাড়ির লোকজনের উপর চড়াও হন বরযাত্রীরা। মারধরের জেরে অন্ততপক্ষে ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন কনের বাবা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামে। বৃহস্পতিবার […]
মুম্বইয়ের টাইমস টাওয়ারে ৭ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
আজ সকালে মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুম্বইয়ের টাইমস টাওয়ারের সাততলায় হঠাৎই আগুন লেগে যায়। যদিও ঠিক কি থেকে আগুন সেটা এখনও জানা যায় নি। এটি একটি সাত তলা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ৬ টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় টাইমস টাওয়ারের এই বানিজ্যিক ভবনে। লোয়ার পরেলের কামালা মিল কম্পাউডে প্রাথমিকভাবে আগুন লাগলেও […]
বিরোধী দলনেতার দৌড়ে গৌরব গগৈ, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শনিবার
লোকসভা নির্বাচন মিটতেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসছে। আগামী শনিবার কংগ্রেস সদর দপ্তরে এই বৈঠক হতে চলেছে। নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের রণকৌশল নিয়ে আলোচনা হবে। রবিবার নতুন সরকারের শপথ গ্রহণ হবে। তার আগের দিন কংগ্রেস ওয়ার্কিং বৈঠক ডাকা হয়েছে। লোকসভা ভোটে ভাল ফলের ফর কংগ্রেসে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। এনডিএ সরকারকে […]