ক্ষুব্ধ বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ ও রাজ্য কংগ্রেসের ‘বর্তমান’ সভাপতি অধীররঞ্জন চৌধুরী। দিল্লিতে দলের এক বৈঠকে তাঁকে প্রাক্তন বলে সম্বোধন করা হয়। মঙ্গলবার সেই প্রসঙ্গেই অধীরের প্রতিক্রিয়া, ‘বাংলার কংগ্রেস এখন দু’জন চালাচ্ছে। গোলাম মীর এবং সিং সাহেব। গতকালের বৈঠক শুরু হওয়ার আগে হঠাৎ করে গোলাম মীর সিং বলে উঠলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।’ অধীরের কথায়, তিনি ইস্তফা দেওয়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন তাঁকে দিল্লি যেতে। আলোচনার জন্য। তারপরও এই ধরনের কথা! সোমবারের এই ঘটনার পর ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে রাজ্য কংগ্রেসেও। রাজ্য কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপে অধীর চৌধুরীর হয়ে এদিন একটি পোস্ট করেছেন দলের মুখপাত্র সৌম্য আইচ রায়। পোস্টে অধীর জানিয়েছেন, ‘যে কর্মীরা রাতদিন তৃণমূলের হাতে মার খেলো, খাচ্ছে, তাঁদের জন্য আমরা বলব না তো কে বলবে?’ সোমবার দিল্লিতে কংগ্রেসের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, যে সমস্ত কংগ্রেস কর্মীরা এরাজ্যে আন্দোলন করতে গিয়ে মার খায়, জেলে যায় তাঁদের কাউকেই বৈঠকে দেখা যায়নি।
Related Posts
মহারাষ্ট্রে ১৯ বছরের নাতনিকে ১০ বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার দাদু
বছরের পর বছর ধরে নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। ১৯ বছরের নাতনিকে বিগত ১০ বছর ধরে লাগাতার দর্শন করে যাচ্ছেন ৫৮ বছরের সৎ দাদু। মহারাষ্ট্রের কুরার থানা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সৎ নাতনিকে খুনের হুমকি দিয়ে তাঁর উপর ১০ বছর ধরে যৌন নির্যাতন চালিয়ে গিয়েছেন অভিযুক্ত। রবিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে কুরার […]
‘আর্থিক সাহায্য আর বিমা এক নয়!’ অগ্নিবীর ইস্যু নিয়ে ফের সরব রাহুল গান্ধি
ফের একবার নিহত অগ্নিবীরের পরিবারের আর্থিক সাহায্য নিয়ে সরব রাহুল গান্ধি। সরকারের উদ্দেশে ফের আক্রমণ শানিয়ে কংগ্রেস সাংসদের দাবি, কর্মরত অবস্থায় নিহত অগ্নিবীরদের এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা। রাহুলের যুক্তি, জীবন বিমা বাবদ প্রাপ্ত টাকাকে কেন্দ্র আর্থিক সাহায্য বলে দেখাতে চাইছে। অগ্নিবীর নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে […]
নিট-নেট দুর্নীতি নিয়ে দায় স্বীকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের, দিলেন উচ্চ পর্যায়ের কমিটি গড়ার আশ্বাস
নিট-নেট(NEET-NET) দুর্নীতি নিয়ে তোলপাড় দেশ। প্রশ্নের মুখে দেশের উচ্চশিক্ষা। এরইমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিলেন। বুধবার শিক্ষামন্ত্রী বলেন, নিট পরীক্ষা নিয়ে বিহার সরকারের থেকে কিছু তথ্য পেয়েছি। পটনা পুলিশের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে গলদ পাওয়া গিয়েছে। এনটিএ হোক বা […]