কলকাতার তথ্যপ্রযুক্তি হাব থেকে তিনটি নয়া রুটে বাস চালু করা হচ্ছে। সেইসঙ্গে হাওড়া এবং শিয়ালদার মধ্যেও একটি পুরনো রুটে ফের বাস চালু করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC)। তাছাড়া পিপিপি মডেলে যে বাস চালানো হচ্ছে, সেটার মাধ্যমেও নয়া রুটে একটি বাস চালু করা হল। যা মহেশতলা থেকে চালু করা হয়েছে। ইনফোসিস থেকে হাওড়া, ইনফোসিস থেকে ঠাকুরপুকুর, ইনফোসিস থেকে বাগবাজার রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। তিনটি রুটেই বৈদ্যুতিক বাস চলবে। যা কলকাতার তথ্যপ্রযুক্তি হাব যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। এতদিন কলকাতার তথ্যপ্রযুক্তি হাবে মাত্র দুটি রুটে বাস চালাত পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। একটি বাস চলত হাওড়া থেকে। অপর বাসটি বেহালা থেকে। এবার সেই তালিকায় আরও তিনটি বাসরুট যুক্ত হচ্ছে। তথ্যপ্রযুক্তি হাবের নিত্যযাত্রীদের বক্তব্য, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের বাসগুলি যে চালু করা হচ্ছে, সেগুলি যেন নিয়মিত পাওয়া যায়।
Related Posts
জেলা হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত তথ্য তলব স্বাস্থ্য দফতরের
কলকাতার পর এবার জেলার সুপারস্পেশালিটি এবং মহকুমা হাসপাতালগুলি থেকে সিসিটিভি-সহ নিরাপত্তা সংক্রান্ত তথ্য চাইল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর জানিয়েছে, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাগুলোর নিরাপত্তা ব্যবস্থা কী? সিসিটিভি, সিকিওরিটি গার্ড, রেস্টরুম কত সংখ্যা রয়েছে? স্বাস্থ্য দফতরের অধীনে থাকা এই হাসপাতালগুলির কাছ থেকে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর ভার্চুয়াল বৈঠক করে বিভিন্ন […]
সন্দীপ ঘোষের আমলে RG করে কী কী দুর্নীতি হয়েছে? তদন্তে ৩ আইপিএসকে নিয়ে SIT গঠন করল রাজ্য সরকার
সন্দীপ ঘোষের আমলে আরজি কর হাসপাতালে কী কী আর্থিক অনিয়ম হয়েছে? তা খতিয়ে দেখতে চার সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। স্বরাষ্ট্র দফতরের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমির ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ তথা আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বে সেই সিট গঠন করা […]
রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টি সম্ভাবনা
নিম্নচাপের জেরে ২৫ শে জুলাই পর্যন্ত উত্তর-পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে আবহাওয়া দফতর।। সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকবে ঝোড়ো হাওয়ার। উত্তর-পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দিল্লির মৌসম ভবন।এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টি চলবে। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণেই বঙ্গোপসাগর […]