বাংলার বেশ কিছু জায়গায় প্লাবিত হয়েছে৷ তারই মধ্যে ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে জল ছাড়া হচ্ছে৷ এর ফলে পশ্চিমবাংলার বেশ কিছু জায়গার বন্যা পরিস্থিতি আরও আবনতি হওয়ার আশঙ্কা রয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘এইমাত্র আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছি৷ তার সঙ্গে এই বন্যা পরিস্থিতি নিয়ে কথাও বলেছি৷ আমি ওঁর সঙ্গে তেনুঘাট থেকে আকস্মিক বিপুল পরিমাণে জল ছাড়ার ঘটনা নিয়ে আলোচনা করেছি৷’’তিনি এই আকস্মিক জল ছাড়ার ঘটনার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর কথায় এই বন্যা আসলে ‘ম্যান মেড’৷ তিনি আরও লেখেন,‘‘আমি হেমন্ত সোরেনকে এই বিষয়টিকে দেখার জন্য অনুরোধ করেছি৷’’সমগ্র পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমস্ত জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন৷ তিনি আশ্বস্ত করে বলেন, ‘‘আগামী ৩ থেকে ৪ দিন পরিস্থিতির উপর সমস্ত জেলাশাসকদের নজর রাখতে বলেছি৷ কোথাও যেন কোনও রকম অপ্রীতিকর ঘটনা না হয়, সেদন্য সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি৷
Related Posts
বিকেল ৫টা পর্যন্ত দেশে জুড়ে গড় ভোটদানের হার ৫৮.৩৪ শতাংশ, বাংলায় ৬৯.৮৯ শতাংশ
লোকসভা নির্বাচনের সপ্তম দফায় দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোট চলছে। বিকেল ৫টা পর্যন্ত দেশের ৫৭ আসনে গড় ভোটদানের হার ৫৮.৩৪ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত বাংলাই ভোটদানের হার ফের দেশের শীর্ষে। বাংলার কথা ধরলে ডায়মন্ড হারবারের দিকেও নজর থাকলে সকলের। কারণ সেখানে তৃণমূলের প্রার্থী দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, […]
পুরুলিয়ায় ছাগল বোঝাই গাড়ি উলটে মৃত ৪, আহত আরও ৪
পুরুলিয়ার মফস্বল থানার আইমুন্ডি গ্রামে গাড়ি উলটে মৃত্যু হল ৪ জনের। গুরুতর আহত আরও ৪ জন। শুক্রবার সকালে জয়পুরের চৈতন্যডি থেকে একটি পিক আপ ভ্যানে করে ছাগল বিক্রির জন্য পুরুলিয়া যাচ্ছিলেন ১৫ জন । আইমুন্ডির কাছে পিছনের বাঁ দিকের চাকা ফেটে গিয়ে গাড়িটি উলটে যায় । আহতদের উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যান পুলিশ […]
৫ বছরের ছেলে স্কুলব্যাগে বন্দুক এনে ক্লাসেই গুলি করল বন্ধুকে
মাত্র ৫ বছরের এক পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে পিস্তল। শুধু তাই নয়, ওই পিস্তল দিয়ে সে অন্য একজন পড়ুয়ার উপর গুলি চালিয়েছে। ভয়ংকর ঘটনাটি ঘটেছে বিহারের সুপল জেলার সেন্ট জোয়ান বোর্ডিং স্কুলে। পুলিস জানিয়েছে, ৫ বছরের ওই পড়ুয়া নার্সারির ছাত্র। সে ব্যাগে করে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে স্কুলে নিয়ে যায়। তারপর সে ওই স্কুলেরই ১০ বছরের এক […]