আদালতের সমালোচনা, বিচারপতির মন্তব্যকে “কলঙ্কজনক” বলল সুপ্রিমকোর্ট

এক অবমাননা মামলায় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সমালোচনা করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এক বিচারপতি। সেই ঘটনায় হাইকোর্টের পর্যবেক্ষণকে “কলঙ্কজনক” এবং “অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করল সুপ্রিমকোর্ট। বিচারপতি সেহরাওয়াতের একটি নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপরই সুপ্রিমকোর্টের সমালোচনা করেন তিনি। এদিকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ অবশ্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি রাজবীর সেহরাওয়াতের বিরুদ্ধে তাঁর সমালোচনামূলক মন্তব্যের জন্য মামলা শুরু করতে সম্মতি দেননি। বুধবার সুপ্রিমকোর্টের বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হৃষিকেশ রায়কে নিয়ে গঠিত বেঞ্চ ‘বিচারবিভাগীয় শৃঙ্খলা’র কথা উল্লেখ করে বলেছে, হাইকোর্টের বিচারপতির সমালোচনায় তাঁরা ব্যথিত। উচ্চ আদালতের নির্দেশের বিষয়ে ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। বিচারপতিরা বলেছেন, “শীর্ষ আদালত বা হাইকোর্ট কেউই সর্বোচ্চ নয়। সর্বোচ্চ ভারতীয় সংবিধান।”

error: Content is protected !!