রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ রাজ্য সরকারি সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার৷ আজ সকালেই পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ বেলা বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছন৷ আজই ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর পেয়েই এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি বেশ কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গিয়েছি। এই মুহূর্তে আমি অত্যন্ত দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”
Related Posts
দিদির ১০ শপথ: বিনামূল্যে ১০টি গ্যাস সিলিন্ডার, সবার মাথায় ছাদ, ১০ লক্ষের বিমা, মাসে ৫ কেজি চাল, মাসে ১০০০ করে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার
রাজ্যে লোকসভা নির্বাচন শুরু হওয়ার মুখেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল । কলকাতার তৃণমূল ভবনে এই ইস্তেহারে থাকা নানা প্রতিশ্রুতি ও মুখ্য বিষয়গুলি সাংবাদিক বৈঠকে তুলে ধরেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ইস্তেহারে দশটি প্রতিশ্রুতিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ শপথ হিসাবে দেশের মানুষের […]
কলকাতার IT সেক্টরে ৩ নয়া সরকারি বাস, শিয়ালদায় ফেরানো হল ১টি
কলকাতার তথ্যপ্রযুক্তি হাব থেকে তিনটি নয়া রুটে বাস চালু করা হচ্ছে। সেইসঙ্গে হাওড়া এবং শিয়ালদার মধ্যেও একটি পুরনো রুটে ফের বাস চালু করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC)। তাছাড়া পিপিপি মডেলে যে বাস চালানো হচ্ছে, সেটার মাধ্যমেও নয়া রুটে একটি বাস চালু করা হল। যা মহেশতলা থেকে চালু করা হয়েছে। ইনফোসিস […]
‘সারা ভারতবর্ষের গণতন্ত্র শেষ করে দিয়েছে এঁরা। এখন বিজেপি গণতন্ত্র বাঁচানোর কথা বলছে’, শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের
আগামী ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালন করবে তৃণমূল কংগ্রেস। সেদিনকেই রাজ্য জুড়ে ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে নন্দীগ্রামের বিধায়ককে চরম কটাক্ষ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের। বিজেপির ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের কর্মসূচি নিয়ে ফিরহাদ বলেন, ‘সারা ভারতবর্ষের গণতন্ত্র শেষ করে দিয়েছে এঁরা। এখন বিজেপি গণতন্ত্র বাঁচানোর কথা বলছে। বাংলায় […]