মহিলা চিকিত্সককে ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদ চলছে আরজি কর হাসপাতাল চত্বরে। এই আবহেই আজ, রবিবার হাসপাতালে গেলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। যে সেমিনার হলে ঘটনাটি ঘটেছে সেখানে পৌঁছলেন তিনি। নগরপালের সঙ্গেই ঘটনাস্থলে এলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। হাসপাতালের জরুরি বিভাগ এবং সেমিনার হল পরিদর্শন করলেন নগরপাল। আরজিকর কাণ্ডের জেরে এবার পড়ুয়াদের দাবি মেনে এসিপি নর্থ চন্দন গুহকে অপসারণ করা হল। এই ঘটনায় জোর আলোড়ন পড়ে গিয়েছে। এদিকে তরুণী জুনিয়র চিকিত্সককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় কারও উপর সন্দেহ থাকলে সেটা পুলিশকে জানাতে বলেছেন নগরপাল বিনীত গোয়েল। এমনকী ময়নাতদন্তের রিপোর্টে এবং সিসিটিভি ফুটেজ আন্দোলনকারীদের দেখাবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে অচলাবস্থা চলছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কর্মবিরতি শুরু হয়েছে জরুরি বিভাগেও। বিপাকে পড়েছেন রোগীরা। আজ, রবিবার আরজি কর হাসপাতালে এসে জরুরি বিভাগ আর সেমিনাল পরিদর্শনের পাশাপাশি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। তখনই বলেন, ‘ওদের একটা দাবি ছিল যে, এএসপিকে সরানো হোক। আমি সরিয়ে দিয়েছি।’ একের পর এক দাবি মেনে নিচ্ছে পুলিশ। কারণ এমন ঘটনা সত্যিই স্পর্শকাতর। তার উপর এই আন্দোলনকে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই আন্দোলনের তীব্রতা বেড়ে গিয়েছে। আজ পুলিশ কমিশনারের বক্তব্য, ‘চিকিৎসকদের যে দাবি ছিল, সেগুলি মেটানো হয়েছে। আমরা মনে করি, তাঁরা সন্তুষ্ট। যদি ওদের কোনও প্রশ্ন থাকে, যেকোনও সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নানা ধরনের গুজব চারদিকে চলছে। একাধিক লোক যুক্ত, কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, তিনজনের বীর্য পাওয়া গিয়েছে, এসবই গুজব। আমরা বলেছি, যদি কারও কোনও প্রশ্ন থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের আবেদন, যদি আপনাদের কাছে খবর থাকে যে, এই লোকটা যুক্ত থাকতে পারে সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব।’ এই ঘটনা নিয়ে এখন গোটা দেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই বিষয়টি নিয়ে এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডাকে। সেখানে এই রাজ্যের মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে এমসিআই–কে পাঠানোর আর্জি জানিয়েছেন। এদিন আরজি কর হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা।
Related Posts
আরজিকর ঘটনার তদন্তের দায়িত্বে এবার উত্তরপ্রদেশের হাতরস ধর্ষণ কাণ্ডের তদন্তকারী অফিসার সীমা পাহুজা
তদন্ত ভার হাতে নেওয়ার পর ৫ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও অগ্রগতি করতে পারেনি সিবিআই। তারা তদন্তভার নেওয়ার পর এমন কোনও ব্রেক থ্রু দিতে পারেননি যার জন্য এই ঘটনার জন্য আন্দোলনকারীরা অস্বস্ত হতে পারেন। সিবিআই ইতিমধ্যেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জেরা করছে সিবিআই। এর […]
আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুরের ঘটনায় এবার কর্তব্যে গাফিলতি অভিযোগে ৩ পুলিশ আধিকারিককে সাসপেন্ড
রাত দখল আন্দোলন চলাকালীন আরজি কর মেডিক্যাল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ে তাণ্ডবের ঘটনায় এবার তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সাসপেন্ড হওয়া তিনজন আধিকারিকের মধ্যে দুইজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহম্মদ শাকিবউদ্দিন সর্দার, রমেশ রায় চৌধুরী এবং একজন ইনস্পেক্টর রাজেশ। পাশাপাশি আরজি করে তাণ্ডবের ঘটনায় […]
রাজ্যের নয়া মুখ্যসচিব মনোজ পন্থ
রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ। দীর্ঘদিন ধরে তিনি বাংলার অর্থসচিব হিসাবে কাজ করছিলেন। বিপি গোপালিকার জায়গায় শনিবার থেকে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব নিলেন মনোজ পন্থ। চলতি বছরের ৩১ মে মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হয়েছিল বিপি গোপালিকার। তখন তিন মাসের জন্য মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল রাজ্য। সেই মেয়াদ শেষ হতেই আবার মুখ্যসচিব হিসেবে বিপি গোপালিকার মেয়াদ […]