বুধবার রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর অথবা ওপিডি পরিষেবা বন্ধ রাখার ডাক দিল চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস৷ সিনিয়র চিকিৎসকরাও ওপিডি-তে রোগী দেখবেন না বলে সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে৷ শুধুমাত্র হাসপাতালে জরুরি পরিষেবাই দেবেন চিকিৎসকরা৷ জরুরি নয়, এমন কোনও পরিষেবাই দেবেন না চিকিৎসকরা৷ এ দিনই আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আন্দোলনরক চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিল৷ যদিও সেই আর্জিতে সাড়া না দিয়ে এবার আন্দোলনে নামতে চলেছেন সিনিয়র চিকিৎসকরাও৷ ফলে আগামিকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ওপিডি সহ রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা কার্যত থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেও আর জি কর হাসপাতালে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে৷ তারই প্রতিবাদে বুধবার ওপিডি বা আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা৷
Related Posts
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে ঠিক মতো খাওয়াদাওয়া করছিলেন না। তাই দুর্বল হয়ে পড়েছিলেন। পরিস্থিতি বিবেচনা করে তাই তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে মুকুল রায়কে।
ভোটপর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হল আইপিএস রাজীব কুমারকে
ভোটপর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হল আইপিএস রাজীব কুমারকে। লোকসভা ভোট ঘোষণার পরেই রাজীবকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ডিজি করা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। জল্পনা ছিল, লোকসভা ভোট ও উপনির্বাচন মিটলেই তাঁকে ডিজি পদে ফেরানো হতে পারে। সেই জল্পনাই সত্যি হল। সঞ্জয়কেও ফিরিয়ে নিয়ে যাওয়া হল ডিজি (দমকল) পদে। লোকসভা ভোটের […]
আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে এবার রাজপথের দখল নেবেন মমতা বন্দ্য়োপাধ্যায়!
আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসি দাবিতে এবার পথে নামছে তৃণমূল। ‘আমি নিজে মিছিল করব’, বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর দাবি, ‘আগামী রবিবারের মধ্যে সিবিআইকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। যদিও কলকাতা পুলিশ ৯০% তদন্ত করে দিয়েছে’। সোমবার আরজি করের নিহত চিকিত্সকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রবিবারের মধ্যে যদি পুলিস এই কেসের সুরাহা […]