স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে টি পার্টিতে ঢুকেই সরাসরি রাজভবনের বাইরের বারান্দায় চলে যান মুখ্যমন্ত্রী। গতকালের ঘটনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ‘কাদের উপর রাগ’ কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বাম-রামের প্রসঙ্গ টেনে বিজেপি এবং সিপিআইএমকে একহাত নিলেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গেই রাজভবনে গিয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে এলেও আপাতত তিনি রাজভবনের উত্তর গেট লাগোয়া বারান্দাতেই বসে রয়েছেন। টি পার্টিতে ঢুকেই সরাসরি রাজভবনের বাইরের বারান্দায় চলে যান। সূত্রের খবর রাজভবনের টি পার্টিতে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ জানানো হয়নি কলকাতা পৌরসভার মেয়রকেও। যদিও মুখ্যমন্ত্রী দু’জনকে নিয়েই রাজভবনের ভেতরে ঢুকেছেন। তা নিয়েই কার্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজভবনের ভিতরে অনেকেই আসেন, অনেকেই আমন্ত্রিত। তাই আমি টিম নিয়ে আসবো, আমার একা আসতে সমস্যা আছে। বলেছিলাম আমি। বাংলার মাটিটা সংস্কৃতি এর এটা মনে রাখতে হবে।’’ রাজভবনের বাইরেই তিনি জানালেন, ‘‘রাজভবনের ভেতরে এক ফোটা জলও আমি মুখে দিইনি।’’ বুধবার রাতে আরজি করে ঘটে যাওয়া তাণ্ডবলীলা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দুষলেন অন্য রাজনৈতিক দলগুলিকেই। তাঁর কথায়, ‘‘ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন। ফেক ভিডিও তৈরি করা অপরাধ নয়? পুলিশ পুলিশের কথা বলবে আমি বলা শোভা পায় না। যার কাজ সে করবে। আমার ডিসি খুব অসুস্থ। সারা গায়ে রক্ত। ও অজ্ঞান হয়ে গিয়েছিল। মাথায় লেগেছে। ১৫ জন পুলিশ কর্মী আহত। ছাত্র-ছাত্রীরা ভাল। আমি ওদের সমর্থন করি। ওদের উপর আমার কোন রাগ নেই। কিন্তু আমার রাগ হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢুকে ঘোলা জলে মাছ ধরছে।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, বাম ও রাম একত্রিত হয়ে গন্ডগোল করেছে। ছাত্রদের কোনও দোষ নেই। পুলিশ যখন ইনকোয়ারি করছিল কিছু লিক হয়নি। মৃত্যু টা সমবেদনাদায়ক। এটা একটা সামাজিক ব্যাধি। কাল উত্তর প্রদেশে ও এক ঘটনা ঘটেছে। একটাই শাস্তি ফাঁসি দিয়ে দাও। প্রকৃত দোষী যেন শাস্তি পায়। নিরাপরাধ যেন শাস্তি না পায়।’’
Related Posts
৩০ জন প্রতিনিধি নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ফের বৈঠকে ডাক নবান্নের। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ই-মেল করে জুনিয়র চিকিৎসকদের জানিয়েছেন, ১৫ জন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারেন। কিন্তু নবান্নের এই ই-মেলের পাল্টা মেলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই তাঁরা নবান্নে যাবেন। ‘জুনিয়র ডক্টর ফ্রন্ট’-এর তরফে চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। ৪টে […]
মানুষের কাজ করুন, নইলে ছুঁড়ে ফেলে দেব, পুর পরিষেবার গাফিলতি ও ফাঁক নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
পুর পরিষেবার গাফিলতি ও ফাঁক নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নের বৈঠকে রীতিমতো ‘বকাবকি’ করতেও ছাড়লেন প্রশাসনিক সতীর্থদের। তীব্র ক্ষোভপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন তাঁর টার্গেটে রয়েছেন একাধিক পুরসভার চেয়ারম্যানরা। ক্ষোভের রেশ থেকে বাদ গেলেন না মন্ত্রীরাও। বিধাননগর পুরনিগমে ইচ্ছমতো লোক বসানো হচ্ছে বলে নাম করেই সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। […]
নবান্ন অভিযানের প্রধান মুখ কেন ধর্ষণে অভিযুক্ত? প্রশ্ন শুনেই ‘চোপ’ বলে সাংবাদিক-কে ধমক দিলেন ‘আরএসএসের’ শুভঙ্কর!
আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযান। সেই অভিযানের আহ্বান জানানো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তিন মুখ প্রকাশিত হয়েছিলেন গত শুক্রবার। তাঁদেরই এক জন, নবদ্বীপের শুভঙ্কর হালদারের বিরুদ্ধে তৃণমূলের পক্ষে একাধিক অভিযোগ তোলা হয়। তাঁর বিরুদ্ধে নবদ্বীপ থানায় শ্লীলতাহানির মামলা রয়েছে বলেও দাবি করা হয়। সোমবার তা নিয়ে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন শুভঙ্কর। আঙুল তুলে ‘চোপ’ বলে […]