কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না আম আদমি পার্টির ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশও করল আপ। প্রথম তালিকায় ২০ জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকা প্রকাশের পাশাপাশি, আপ হরিয়ানার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা করেছে ৷ এরই সঙ্গে কেজরিওয়ালের দল এও স্পষ্ট করে দিয়েছে, হরিয়ানার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না। ৯০ আসনের হরিয়ানা বিধানসভা নির্বাচন আগামী ৫ অক্টোবর ৷ আপের হরিয়ানা রাজ্য সভাপতি সুশীল গুপ্ত স্পষ্ট করে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে জোট করে তাদের দল হরিয়ানা নির্বাচনে লড়বে না। দলের দ্বিতীয় তালিকাও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি। মনোনয়নের জন্য মাত্র তিনদিন বাকি ৷ সুশীল গুপ্তা জানিয়েছেন, কংগ্রেস এবং আম আদমি পার্টি হরিয়ানায় আলাদাভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপের প্রথম তালিকায় ২০ জন প্রার্থীর নাম থাকায় ওয়াকিবহল মহলের অনেকেই বিস্মিত ৷ তালিকা অনুযায়ী, আপ নেতা অনুরাগ ধান্দা কালায়ত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । একই সঙ্গে গুরপাল সিং নারায়ণগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুন্ড্রি থেকে টিকিট দেওয়া হয়েছে নরেন্দ্র শর্মাকে। ঝারুন্ডা থেকে জয়পাল শর্মাকে প্রার্থী করা হয়েছে। আমনদীপ জুন্ডলাকে আসান্ধ থেকে টিকিট দেওয়া হয়েছে। আর বিট্টু পেহলওয়ানকে সামালখা থেকে টিকিট দেওয়া হয়েছে। জোট-আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়ে, সুশীল গুপ্তা জানান, তাঁদের দল শুরু থেকেই 90টি আসনের জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ তারা আর অপেক্ষা করবে না কারণ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 12 সেপ্টেম্বর ৷ সময় দ্রুত শেষ হয়ে আসছে। হরিয়ানায় আপ নেতারা একা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব বাকি 70 প্রার্থীর জন্য তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন।
Related Posts
হরিয়ানার ফরিদাবাদের আন্ডারপাসে বৃষ্টির জমা জলে ডুবে গেল গাড়ি, মৃত্যু ২ ব্যাংক কর্মী
আন্ডারপাসে বৃষ্টির জমা জলে যাত্রী সহ ডুবে গেল একটি চারচাকা। গতকাল, শুক্রবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। মৃত্যু হয়েছে দুই যাত্রীরই। তাঁদের নাম পুণ্যশ্রেয়া শর্মা এবং বিরাজ দ্বিবেদী। জানা গিয়েছে, পুণ্যশ্রেয়া একটি বেসরকরারি ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। অন্যদিকে, বিরাজ ওই ব্যাঙ্কেরই ‘ক্যাশিয়ার’ পদে কর্মরত ছিলেন। পুলিস সূত্রে খবর, এদিন বিকেলে পুণ্যশ্রেয়া এবং বিরাজ একটি […]
ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে মোদি সরকারকে তোপ মল্লিকার্জুন খাড়গের
ফের এক রেল দুর্ঘটনার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। এবার চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী এক্সপ্রেসে ঘটে গিয়েছে দুর্ঘটনা। উত্তর প্রদেশের গোন্ডায় এই দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনায় প্রাথমিকভাবে ২ জনের মৃত্যু ও ২০ জনের আহত হওয়ার ঘটনা ঘটে। এই রেল দুর্ঘটনা নিয়ে মোদি সরকারকে নিশানা করে একের পর এক তোপ দাগেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মল্লিকার্জুনের সাফ দাবি, ‘ […]
পুনে-নাসিক হাইওয়েতে গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের
শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ পুনে-নাসিক হাইওয়েতে বাইক আরোহী তুরুণকে সামনে থেকে ধাক্কা মারল একটি ফরচুনার গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৯ বছরের ওম ভালেরাও নামে ওই তরুণের ৷ আর এই ঘটনায় অভিযুক্তের পরিচয়, মহারাষ্ট্রের খেড় আলান্দির বিধায়ক দিলীপ মোহিতে পাতিলের ভাইপো ময়ূর মোহিতে ৷ পুলিশের তরফে জানান হয়েছে, রাস্তা রং-সাইড দিয়ে তীব্র গতিতে গাড়ি […]