আশঙ্কা ছিলই। এ দিন মার্কেট খুলতে না খুলতেই হু হু করে পড়তে শুরু করে আদানিদের স্টকের গ্রাফ। ফলে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। দিনের শুরুতে ৫৩ হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন তাঁরা। এ দিন আদানিদের প্রতিটা কোম্পানির স্টকের গ্রাফে দেখা গিয়েছে বড় পতন। ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার মধ্যে আদানি পাওয়ার ও আদানি উইলমারের শেয়ার পড়েছে যথাক্রমে ৯ ও ৬ শতাংশ। অন্যদিকে, ৩.১৭ শতাংশ ও ৭ শতাংশ পতন দেখা গিয়েছে আদানি এন্টারপ্রাইজ ও আদানি টোটাল গ্যাসের স্টকে। এছাড়া এই তালিকায় নাম রয়েছে আদানি এনার্জি সলিউশন, আদানি গ্রিন এনার্জি, এসিসি ও অম্বুজা সিমেন্টের। এই ৪টি কোম্পানির শেয়ার পড়েছে যথাক্রমে ৪, ৩.৬১, ১.৮৩ ও ১.৫৪ শতাংশ। সব মিলিয়ে আদানিদের মোট ১০টি সংস্থার সম্মিলিতভাবে মার্কেট ক্যাপ নেমে এসেছে ১৬.৭ লক্ষ কোটি টাকায়। আদানিদের এহেন লোকসানের বড় প্রভাব পড়েছে শেয়ার সূচকেও। এ দিন মার্কেট খোলার কিছুক্ষণের মধ্যেই ২২৯ পয়েন্ট পড়েছে সেনসেক্স। ফলে তা ৭৯,৪৭৬-এ নেমে আসে। অন্যদিকে নিফটি পড়েছে ৯১ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচককে ২৪,২৭৬-তে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।
Related Posts
দেশে ভোটের হার ৬২.৩০%, বাংলার ৮ কেন্দ্রে ভোট পড়ল ৭৫.৬৬%
গোটা দেশে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হয় আজ। সন্ধ্যা ৬ টায় শেষ হয় ভোটগ্রহণ পর্ব। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন ছিল। বিকাল ৫ টা পর্যন্ত দেশের মধ্যে সব থেকে বেশি ভোট পশ্চিমবঙ্গের। আজ সোমবার চতুর্থ দফার […]
মহাদেবের মাথায় জল যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৯ পুণ্যার্থী
শ্রাবণের সোমবারে মহাদেবের মাথায় জল যাওয়ার সময় গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর ৷ আহত বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ৷ রবিবার বৈশালীর হাজিপুর ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকায় ঘটনা ৷ জানা গিয়েছে, শ্রাবণ মাসের সোমবারের পুজো দিতে সোনপুর বাবা হরিহরনাথে মন্দিরে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি দল ৷ মৃতরা হলেন, ধর্মেন্দ্র পাসোয়ান, লালা দাস, ফুদেনা […]
ব্রেক ফেল! চলন্ত বাস থেকেই ঝাপ অমরনাথ পুণ্যার্থীদের, আহত ১০
একদিকে হাথরসে পদপিষ্ট হয়ে মৃত ১২১। অন্যদিকে ভয়ংকর বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা। জানা গিয়েছে, মঙ্গলবার রামবন জেলার জাতীয় সড়ক ৪৪-এ বাস করে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। প্রায় ৪০ জন তীর্থযাত্রী পঞ্জাবের হোশিয়ারপুরে ফিরছিলেন। ব্রেক ফেলের কারণে বানিহালের কাছে নাচলানা পৌঁছানোর পর চালক গাড়ি থামাতে ব্যর্থ হন। জানা গিয়েছে, ঘটনায়া […]