দুবাই বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের । দুবাই থেকে বিমানটি লখনউয়ে যাচ্ছিল ৷ সব যাত্রীকে নিরাপদে দুবাই বিমানবন্দরে নামানো হয়েছে । তবে এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি এখনও প্রকাশ করেনি । যাত্রীরা সোশাল মিডিয়ায় জরুরি অবতরণ নিয়ে পোস্ট করছেন । জানা গিয়েছে, দুবাই থেকে সকাল সাড়ে নয়টায় লখনউ আসার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট নম্বর I X ১৯৪-এর ৷ তার জন্য সোমবার ভোর ৪টের সময় দুবাই থেকে লখনউয়ের উদ্দেশে বিমানটি যাত্রা শুরু করে । কিন্তু ওড়ার প্রায় ৯০ মিনিট পর সেটি জরুরি অবতরণ করে দুবাই বিমানবন্দরে ৷ এই জরুরি অবতরণের ফলে বিমানে থাকা যাত্রীরা সবাই খুব চিন্তিত হয়ে পড়েন । হঠাৎ করে দুবাইয়ে জরুরি অবতরণ করার সঠিক কোনও কারণ না জানানোয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা । এর পরেই যাত্রীরা এক্স হ্যান্ডেলে জরুরি অবতরণ নিয়ে বিমান সংস্থাকে ট্যাগ করে পোস্ট করতে থাকেন ৷ তখন এয়ার ইন্ডিয়ার তরফে কমেন্টে জানানো হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে এই জরুরি অবতরণ ৷ অন্যদিকে, সোমবার লখনউ বিমানবন্দরে ওঠা-নামা চারটি বিমান বাতিল করা হয় । অনেক বিমান তাদের নির্ধারিত সময় থেকে দেরিতে চলছে । সোমবার লখনউ থেকে কিষাণগড়গামী স্টার এয়ারের ফ্লাইট নম্বর S5223 রাত 3টে ছাড়ার কথা ছিল, তা লখনউ বিমানবন্দর থেকে বাতিল করা হয় । ইন্ডিগোর লখনউ থেকে বেঙ্গালুরু যাওয়ার সন্ধে 7টা 50মিনিটের বিমানও বাতিল করা হয় । একইভাবে 7টা 20 মিনিটে বেঙ্গালুরু থেকে লখনউ আসার বিমান ও কিষাণগড় থেকে দুপুর 2টো 25 মিনিটে আসা স্টার এয়ারের ফ্লাইট নম্বর S522 বাতিল করা হয় ।এর পাশাপাশি, লখনউ থেকে মুম্বই যাওয়ার ইন্ডিগোর ফ্লাইট এক ঘণ্টা, দিল্লি যাওযার ইন্ডিগোর ফ্লাইট এক ঘণ্টা, আকাশ এয়ারের মুম্বই যাওয়ার বিমান এক ঘণ্টা, ইন্ডিগোর লখনউ থেকে মুম্বই যাওয়ার বিমান দেড় ঘণ্টা, লখনউ থেকে দুবাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 4 ঘণ্টা, লখনউ থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এক ঘণ্টা দেরি করে । একই সঙ্গে লখনউ বিমানবন্দরে আসা-যাওয়া অনেক বিমান তাদের নির্ধারিত সময়ের থেকে 1 থেকে 4 ঘণ্টা দেরিতে চলে। বিমানে বিলম্ব এবং হঠাৎ বাতিল হওয়ায় লখনউ বিমানবন্দরে যাত্রীরা হট্টগোল সৃষ্টি করে । বিমান সংস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেন ৷ বিমান বাতিল ও দেরির কারণ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানান যাত্রীরা ।
Related Posts
যুদ্ধের মাঝে ইউক্রেনে মোদি-জেলেনস্কির বৈঠক
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের আবহে এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক মাস আগেই মোদী গিয়েছিলেন রাশিয়ার সফরে। সেখানে তিনি সেদেশরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এবার ইউক্রেনে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হল মোদির। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মোদীর এই ঐতিহাসিক সফর ঘিরে নজর রয়েছে গোটা বিশ্ব কূটনীতির। ইউক্রেনে […]
আমেরিকায় টর্নেডোর তাণ্ডবে উড়ল গাড়ি, ভাঙল ঘর-বাড়ি, মৃত ১৮
আমেরিকায় টর্নেডো তাণ্ডব। শনিবার রাতে (স্থানীয় সময়) আমেরিকার সব রাজ্যে প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। কোথাও গাড়ি উড়ে টুকরো টুকরো হয়ে গেল, কোথাও বাতাসে উড়ে গেল পুরো বাড়ি। ডালাসের উত্তরে কুক কাউন্টি এবং টেক্সাসের ডেন্টন কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির মধ্যে ছিল দুটি। এই দুই জায়গা মিলিয়ে ১৮জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা । […]
পাকিস্তানিতে উদ্বোধনের দিনই শপিং মলে দেদার লুট
চরম আর্থিক অনটনের জেরে দু’বেলা খেয়ে পরে বাঁচাটাই এখন পাকিস্তানিদের কাছে স্বপ্ন। তাই হাতের কাছে যা মিলছে তাই লুট করে নিচ্ছেন পড়শি দেশের বাসিন্দারা। বিদেশি ধাঁচে তৈরি শপিং মলে ঢুকে দেদার লুটপাট চালাল জনতা। ঘটনা শুনে স্তম্ভিত বিশ্ব। ‘ড্রিম বাজার’ নামে বিদেশি ধাঁচে শপিং মল গড়ে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন এক পাকিস্তানি ব্যবসায়ী। কিন্তু সাধ […]