লন্ডনের লিডস অঞ্চলের হেয়ারহিল এলাকায় হিংসা ছড়িয়ে পড়ল গতকাল। স্থানীয় বাসিন্দারা লন্ডন পুলিশের ওপরে হামলা চালায় বলে অভিযোগ। রিপোর্ট অনুযায়ী, হেয়ারহিল এলাকা থেকে শিশু নির্যাতনের অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। সেই সময়ই হিংসা ছড়িয়ে পড়ে আচমকা। পুলিশ এলাকাবসীদের বাড়ির ভিতরে থাকতে বলে। তবে যত সময় গড়ায়, ততই রাস্তায় ভিড় জমে। উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। আগুন জ্বলতে শুরু করে রাস্তায়। রিপোর্ট অনুযায়ী, এই হিংসা ছড়াতে শুরু করে স্থানীয় সময় বৃহস্পতি বিকেল ৫টা নাগাদ। রিপোর্ট অনুযায়ী, কিছু এজেন্সি কর্মী এবং শিশুদের ঝামেলার অভিযোগ পেয়ে পুলিশ গিয়েছিল ঘটনাস্থলে। এই আবহে একটি বাড়িতে গিয়ে এক শিশুকে চাইল্ডকেয়ারে নিয়ে যাওয়ার চেষ্টা করে সমাজকর্মীরা। সেই সময়ই বহু লোক সেখানে জড়ো হতে শুরু করে। এরপরই এজেন্সি কর্মী এবং শিশুদের সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। এরপর বিশৃঙ্খলা বৃদ্ধি পায় ধীরে ধীরে। এই আবহে সেই এলাকায় আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এদিকে এই হামলার সময় স্থানীয় কাউন্সিলর মোথিন আলি বিক্ষোভকারীদের নেতৃত্ব দেয় বলে অভিযোগ উঠেছে। এই মোথিন আলি লিডস গ্রিন পার্টির সদস্য। এদিকে মোথিন আলি পরে দাবি করেন, পুলিশকর্মীরা স্থানীয় বাসিন্দাদের ভাষায় কথা বলতে পারছিলেন না। তাই উত্তেজনা ছড়িয়েছিল।
Related Posts
পাকিস্তানে জঙ্গি হামলা, বাস থামিয়ে যাত্রীদের গুলি, গাড়িতে আগুন, মৃত ২৩
পাকিস্তানে ফের জঙ্গি হামলা । বাস থামিয়ে বেছে বেছে যাত্রীদের গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। জঙ্গি হামলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সোমবার সকালে নারকীয় ঘটনাটি ঘটেছে বালোচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সকালে মুসাখাইল জেলার রারাশাম এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে একাধিক […]
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ লাস ভেগাসে নির্বাচনী জনসভায় গিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির নেতা ৷ সেখানেই মারণ ভাইরাসে আক্রান্ত হন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি ৷ হোয়াইট হাউস জানিয়েছে, অসুস্থতার সামান্য লক্ষণ দেখা গিয়েছিল ৷ তারপরেই প্রেসিডেন্টের কোভিড পরীক্ষা করানো হয় ৷ হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেন, ‘‘তাঁকে (রাষ্ট্রপতি বাইডেন) টিকা দেওয়া […]
অস্ট্রেলিয়ায় হু হু করে ছড়াচ্ছে Bird-Flu, শয়ে শয়ে মরছে হাঁস-মুরগি
একের পর এক সংক্রমণে জেরবার বিশ্ব। এবার ফের নতুন করে বার্ড ফ্লু মাথা চাড়া দিয়ে উঠেছে। এবার অবশ্য অস্ট্রেলিয়ায়। এর আগে অস্ট্রেলিয়ার আট-নটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ ঘটেছে। এই নিয়ে ১০তম খামারে সংক্রমণ হল। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মেলবোর্নের কাছে আরও এক হাঁস-মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার ওই অঞ্চলের প্রশাসন কদিন আগেই আটটি খামার […]