লন্ডনে পুলিশের ওপর হামলা, ছোড়া হল পাথর

লন্ডনের লিডস অঞ্চলের হেয়ারহিল এলাকায় হিংসা ছড়িয়ে পড়ল গতকাল। স্থানীয় বাসিন্দারা লন্ডন পুলিশের ওপরে হামলা চালায় বলে অভিযোগ। রিপোর্ট অনুযায়ী, হেয়ারহিল এলাকা থেকে শিশু নির্যাতনের অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। সেই সময়ই হিংসা ছড়িয়ে পড়ে আচমকা। পুলিশ এলাকাবসীদের বাড়ির ভিতরে থাকতে বলে। তবে যত সময় গড়ায়, ততই রাস্তায় ভিড় জমে। উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। আগুন জ্বলতে শুরু করে রাস্তায়। রিপোর্ট অনুযায়ী, এই হিংসা ছড়াতে শুরু করে স্থানীয় সময় বৃহস্পতি বিকেল ৫টা নাগাদ। রিপোর্ট অনুযায়ী, কিছু এজেন্সি কর্মী এবং শিশুদের ঝামেলার অভিযোগ পেয়ে পুলিশ গিয়েছিল ঘটনাস্থলে। এই আবহে একটি বাড়িতে গিয়ে এক শিশুকে চাইল্ডকেয়ারে নিয়ে যাওয়ার চেষ্টা করে সমাজকর্মীরা। সেই সময়ই বহু লোক সেখানে জড়ো হতে শুরু করে। এরপরই এজেন্সি কর্মী এবং শিশুদের সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। এরপর বিশৃঙ্খলা বৃদ্ধি পায় ধীরে ধীরে। এই আবহে সেই এলাকায় আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এদিকে এই হামলার সময় স্থানীয় কাউন্সিলর মোথিন আলি বিক্ষোভকারীদের নেতৃত্ব দেয় বলে অভিযোগ উঠেছে। এই মোথিন আলি লিডস গ্রিন পার্টির সদস্য। এদিকে মোথিন আলি পরে দাবি করেন, পুলিশকর্মীরা স্থানীয় বাসিন্দাদের ভাষায় কথা বলতে পারছিলেন না। তাই উত্তেজনা ছড়িয়েছিল।

error: Content is protected !!