অনলাইনে অর্ডার করা ‘আমূল বাটার মিল্ক’র প্যাকেটে কিলবিল করছে সাদা পোকা! ভাইরাল ভিডিও

প্যাকেটজাত পণ্য অনলাইনে অর্ডার করে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন এক ব্যক্তি। গজেন্দ্র যাদব নামে এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক খারাপ অভিজ্ঞতার কথা। গোটা ঘটনার কেন্দ্রে আমূল বাটার মিল্কের প্যাকেট। গজেন্দ্র সিং তাঁর পোস্টে জানান, তিনি সদ্য অনলাইনে আমূল বাটার মিল্ক অর্ডার করেছিলেন। তার ডেলিভারি বক্স খুলতেই দেখা যায়, বাক্সের গায়ে ছড়িয়ে রয়েছে সাদা সাদা পোকা। এই হাইপ্রোটিন খাদ্যে এমন সাদা পোকারা কিলবিল করে বেড়াচ্ছে। গোটা ঘটনার ভিডিয়ো তিনি ক্যামেরা বন্দি করেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, আমূল বাটার মিল্কের কার্টুন খুলতেই সেখানে সাদা পোকা কিলবিল করে বেড়াচ্ছে। সেই বাক্সেই রয়েছে আমূলের ছোট ছোট বাটারমিল্কের বক্স। ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই হইচই পড়ে যায়। তিনি তাঁর পোস্টে লেখেন,’এই যে আমূল… আপনারা আপনাদের হাইপ্রোটিন পণ্যের সঙ্গে পোকাও পাঠিয়েছেন।’ এরই সঙ্গে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষোভ উগরে দেন।

error: Content is protected !!