প্যাকেটজাত পণ্য অনলাইনে অর্ডার করে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন এক ব্যক্তি। গজেন্দ্র যাদব নামে এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক খারাপ অভিজ্ঞতার কথা। গোটা ঘটনার কেন্দ্রে আমূল বাটার মিল্কের প্যাকেট। গজেন্দ্র সিং তাঁর পোস্টে জানান, তিনি সদ্য অনলাইনে আমূল বাটার মিল্ক অর্ডার করেছিলেন। তার ডেলিভারি বক্স খুলতেই দেখা যায়, বাক্সের গায়ে ছড়িয়ে রয়েছে সাদা সাদা পোকা। এই হাইপ্রোটিন খাদ্যে এমন সাদা পোকারা কিলবিল করে বেড়াচ্ছে। গোটা ঘটনার ভিডিয়ো তিনি ক্যামেরা বন্দি করেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, আমূল বাটার মিল্কের কার্টুন খুলতেই সেখানে সাদা পোকা কিলবিল করে বেড়াচ্ছে। সেই বাক্সেই রয়েছে আমূলের ছোট ছোট বাটারমিল্কের বক্স। ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই হইচই পড়ে যায়। তিনি তাঁর পোস্টে লেখেন,’এই যে আমূল… আপনারা আপনাদের হাইপ্রোটিন পণ্যের সঙ্গে পোকাও পাঠিয়েছেন।’ এরই সঙ্গে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষোভ উগরে দেন।
Related Posts
গুজরাতের আমেদাবাদের জনপ্রিয় রেস্তরাঁয় সম্বর ডালে মরা ইঁদুর! ভাইরাল ছবি
এবার সম্বরে মরা ইঁদুর! গুজরাতের আমেদাবাদে একটি জনপ্রিয় রেস্তরাঁয় সম্বর ডালে পাওয়া গিয়েছে এই মরা ইঁদুর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। আমেদাবাদের দেবী দোসা রেস্তরাঁয় এই ঘটনা ঘটে। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে রেস্তরাঁ কর্তৃপক্ষ। তারা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। প্রসঙ্গত, ২ দিন আগেই ভোপাল-আগরা বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের প্যাকেটে পাওয়া যায় […]
এয়ারপোর্টের ছাদ ফুটো হয়ে অঝোরে পড়ছে জল, আদানিকে তুলোধোনা তৃণমূলের
একের পর এক বিপত্তির মুখে বিমানবন্দর। দিল্লি-রাজকোটের পর এবার গুয়াহাটি। কিছুদিন আগেই প্রবল বৃষ্টির জেরে বিমানবন্দরের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এবার বিমানবন্দরের ছাদ ফুটো হয়ে অঝোরে পড়ছে বৃষ্টির জল। জল থেকে বাঁচতে চারিদিকে লোক ছুটে বেড়াচ্ছে। বিমানবন্দরের ভিতরের এক ক্যাফেতে কর্মচারীরা কম্পিউটার, ইলেকট্রনিকস জিনিস জল থেকে বাঁচাতে দৌড়াদৌড়ি করছে। ঘটনাটি ঘটে, গুয়াহাটি বিমানবন্দরে। জানা […]
মধ্যপ্রদেশে রাতভর দরজা আটকে দলিত মহিলাকে মারধর করল রেল পুলিশ, ভাইরাল ভিডিও
মধ্যপ্রদেশের কাটনি থেকে এবার একটি ভিডিও সামনে এল। যেখানে জিআরপি আধিকারিক এক দলিত মহিলাকে মারধর করছেন বলে দেখা যায়। ওই মহিলার সঙ্গে তাঁর কিশোর নাতিকেও জিআরপি আধিকারিক মারধর করেন। ভিডিয়োতে (Video) যা উঠে আসতেই, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কেন বা কী কারণে ওই দলিত মহিলা এবং তাঁর নাতিকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হল, তা নিয়ে তদন্তের […]