আবগারি দুর্নীতি কাণ্ডে জামিনের পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের সাফ কথা, মানুষ তাঁকে দুর্নীতিহীন মনে করে ভোট দিলে তবেই তিনি ফের মুখ্যমন্ত্রী পদে বসবেন। দেশের শীর্ষ আদালত তাঁকে জামিন দেওয়ার পর, এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসছেন জনতার আদালতে। জামিনে মুক্ত কেজরিওয়াল জনসংযোগ, মানুষের পাশে থাকার কাজটা তিনি চালিয়ে যেতে চান। আর সেই লক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর, রবিবার বেলা ১১টা থেকে দিল্লির যন্তরমন্তরে জনতার আদালতে আম জনতার কথা শুনবেন আম আদমি-র প্রধান। এমন কথা জানিয়েছেন আপ নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই। আম দমি পার্টির পক্ষ থেকে এই জনতার আদালত বসানো হচ্ছে। জেল থেকে জামিনে বের হওয়ার পর কেজরিওয়াল এখনও সাংবাদিকদের সামনে মুখ খোলেননি। জেল থেকে ছাড়া পাওয়ার পর কেজরিওয়ালের প্রথম জনতার আদালতের-এর দিকে তাকিয়ে দিল্লিবাসী।
Related Posts
মুম্বাইতে এমিরেটসের ফ্লাইটের ধাক্কায় মৃত ৩৬টি ফ্ল্যামিঙ্গো
মুম্বাইয়ের ঘাটকোপারে এমিরেটসের একটি বিমানের ধাক্কায় অন্তত ৩৬ ফ্ল্যামিঙ্গো মারা গেছে। একইসঙ্গে বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার একটি বন্যপ্রাণী কল্যাণ গোষ্ঠীর একজন সদস্য ঘটনাটি জানিয়েছেন। পবন শর্মা, ‘রাইজিং অ্যাসোসিয়েশন ফর ওয়াইল্ডলাইফ ওয়েলফেয়ার’ (RAWW) এর প্রতিষ্ঠাতা এবং বন বিভাগের অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন, বলেছেন যে ঘাটকোপারের কিছু জায়গায় মৃত পাখি দেখা যাচ্ছে বলে অনেক লোক কল পেয়েছিলেন। তিনি […]
‘দেশবিরোধী মন্তব্য এবং জাতীয় নিরাপত্তায় আঘাত করা অভ্যাসে পরিণত করেছেন রাহুল গান্ধি’, তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের
শিখদের পাগড়ি পরার অধিকার থাকবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করে অমিত শাহের ভর্ৎসনার মুখে রাহুল গান্ধী। বিদেশে গিয়ে তিনি দেশবিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহ বলেন, ‘উনি সর্বদাই দেশের জাতীয় নিরাপত্তা এবং দেশের আবেগে আঘাত করেন। যারা দেশভাগের ষড়যন্ত্র করে তাদের পাশে দাঁড়ানো এবং দেশবিরোধী মন্তব্য করা যেন অভ্যাসে পরিণত করে […]